শিরোনাম
◈ গত ২৪ ঘন্টায় রাজধানীতে ছিনতাইকারীসহ গ্রেফতার ২০৬ ও মামলা ৫৩ ◈ কাগজই কেনা ১০২ কোটি টাকার মতো, সেখানে ৪০০ কোটি টাকার বাণিজ্য কীভাবে হবে: এনসিটিবি চেয়ারম্যান ◈ সাবেক সংসদ সদস্য আ.ক.ম বাহারের ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ ◈ শাহবাগে ৩০ কলেজের শিক্ষার্থীদের অবস্থান ◈ কেনো এনসিপি নিয়ে অস্বস্তিতে বিএনপি? যা বললেন ব্যারিস্টার রুমিন ফারহানা (ভিডিও) ◈ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় রমযানের শিক্ষাকে কাজে লাগাতে হবে: জামায়াতের আমীর ◈ পুলিশের ডিজিটাইজেশনে সরকারের চার উদ্যোগ, নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড চালুর সিদ্ধান্ত ◈ জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত, পদক পাচ্ছেন আরও ৭ জন ◈ ট্রাম্পের বাসভবনের আকাশসীমায় প্লেনকে প্রতিহত করল মার্কিন যুদ্ধবিমান ◈ তারেক রহমান দেশে ফিরবেন কবে? এখনো যে মামলার দণ্ড রয়ে গেছে, যা জানাগেল

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৪, ০৮:৪৫ রাত
আপডেট : ১১ মার্চ, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রকাশ্য দিবালোকে নরসিংদীতে জবাই করে হত্যা

সানজিদা রুমা : নরসিংদীতে পূর্ব শত্রুতার জের ধরে হানিফ মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সৌয়া ২টার দিকে প্রকাশ্য দিবালোকে নরসিংদী শহরের কাউরিয়া পাড়া পৌর ঈদগাহ মাঠের গেইটের সামনে এ হত্যাকান্ড সংগঠিত হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ও সেনাবাহীনর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত হানিফের নামে হত্যা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। তিনি চৌয়ালা এলাকার কালাম মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতা, পারিবারিক বিরোধ ও ব্যাবসা সংক্রান্ত বিরোধের জের ধরে গত দেড় মাস পূর্বে নিহত হানিফের মামা হাবু মিয়াকে কুপিয়ে হত্যা করে হানিফের ছোট ভাই বাবু। ওই ঘটনায় নিহত হানিফ ও তার ভাই বাবুর নামে হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার দিন দুপুরে ঈদগাহ গেইটের সামনে বের হলে প্রকাশ্য দিবালোকে তাকে রাস্তায় ফেলে জবাই করে হত্যা করে প্রতিপক্ষরা। মৃত্যু নিশ্চিতের পর দুবৃত্বরা চলে যায়।  খবর পেয়ে খবর পেয়ে পুলিশ ডিবি পুলিশ ও সেনাবাহিনর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  পরে ৪ টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে নিয়ে আসে। 

নিহতের খালাতো ভাই কাউছার মিয়া জানিয়েছেন, প্রায় দেড় মাস পূর্বে তার মামা হাবিবুল্লাহ মিয়াকে কুপিয়ে হত্যা করে নিহত হানিফ ও তার ছোট ভাই বাবু। ওই সময় হাবুর ছেলে নাইম ও নাদিম তার বাবাকে কবর দেওয়ার সময় প্রতিজ্ঞা করেছিল ৪০ দিনের ভেতরে বাবার হত্যাকারিকে খুন করবে। আমরা ধারনা করছি আজকে নাইম ও নাদিম হানিফকে খুন করেছে।
নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক জানান, এই হত্যাকান্ড পূর্ব শত্রুতার জের ধরে হয়েছে। এখনো পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলে এ বিষয়ে মামলা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়