শিরোনাম
◈ লজ্জা না থাকলে বাধ্য করেই সরানো হোক কুয়েট ভিসিকে: সারজিস আলম ◈ শেষ মি‌নি‌টের গো‌লে অ্যাস্টন ভিলাকে হারা‌লো ম্যানচেস্টার সিটি ◈ পিএসএল: রিশাদ ২ উইকেট পে‌লেও তার দল লাহোর কালান্দাস হে‌রে গে‌ছে  ◈ বিয়ে করলে বা বাচ্চা হলেই মিলবে টাকা, অঢেল সুযোগ! জন্মহার বৃদ্ধি করতে পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের ◈ অক্সফোর্ড কলেজে শতাব্দীর রীতি: দাস নারীর খুলিতে তৈরি পাত্রে পরিবেশন হতো পানীয়! ◈ বেসরকারি খাতে ঋণের চাহিদা কম: বাণিজ্যিক ব্যাংকের ওপর সরকারের নির্ভরতা বেড়েছে ◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও)

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৪, ০৮:৩৫ রাত
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে ভ্যানচালক হত্যা মামলার মূল আসামিসহ গ্রেফতার ২

ইফতেখার আলম বিশাল: রাজশাহী মহানগরীতে ভ্যানচালক দুলাল হোসেন (৪৫) হত্যাকাণ্ডের ঘটনায় মূল আসামি-সহ ২ জনকে গ্রেফতার করেছে আরএমপি’র পবা থানা পুলিশ। গত ২৯ সেপ্টেম্বর রাতে পবা থানা এলাকার ভিন্ন ভিন্ন গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন মো: হাসান (৩৮) ও মো: মানিক (২৪)। হাসান রাজশাহী মহানগরীর পবা থানার মদনহাটি দক্ষিণপাড়া গ্রামের মো: জাকের আলীর ছেলে ও মানিক একই গ্রামের মো: আবুল কালামের ছেলে।

পুলিশ জানায়, গত ২৫ সেপ্টেম্বর সকাল ৭ টায় মদনহাটি গ্রামের একটি পুকুর থেকে ওই ব্যক্তির মৃত দেহ উদ্ধার করে পুলিশ। মৃত দুলাল হোসেনের বাড়ি পবা থানার মদনহাটি দক্ষিণপাড়া এলাকায়। এঘটনায় মৃত দুলালের স্ত্রীর পবা থানায় একটি  হত্যা মামলা রুজু করেন। মামলা রুজু পর পবা থানা পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে। পরবর্তীতে পবা থানা পুলিশের একটি টিম গত ২৯ সেপ্টেম্বর রাত পৌনে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এবং মামলার প্রধান আসামি হাসানকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতার হাসানের দেওয়া তথ্যমতে অপর আসামি মানিককে একইদিন রাত দেড় টায় পবা থানার ভেড়াপোড়া থেকে গ্রেফতার করে। এছাড়া গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য ও দেখানো মতে মৃত দুলালের কিছু ব্যবহার্য মালামাল ও নগদ টাকা উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামিদের গতকাল ৩০ সেপ্টেম্বর আদালতে প্রেরণ করলে আসামিরা আসামিরা দোষ স্বীকার করে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়