শিরোনাম
◈ সমাজের উচ্চ পর্যায়ের যারা দুর্ঘটনা ঘটায় তাদের বিচার হয় না: উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ ◈ সন্দেহজনকভাবে অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল বিমানবন্দরে গ্রেপ্তার ◈ নতুন প্রযুক্তি আসছে ব্যাটারিচালিত রিকশায় ◈ মোবাইল ফোন রক্ষা করতে গিয়ে ছিনতাইকারীদের হাতে খুন হন কামরুল হাসান, জড়িত ২ কিশোর গ্রেপ্তার ◈ শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যাওয়ার কারণে ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতি : এবিসির রিপোর্ট ◈ চাঁদাবাজদের তালিকা তৈরি হচ্ছে , ২-৩ দিনের মধ্যেই অভিযান: ডিএমপি কমিশনার ◈ সাংবাদিকদের জন্য বিপজ্জনক ভারত! ◈ দেড় শতাধিক নিহতের দাবি তাবলীগের দুই গ্রুপের সংঘর্ষে, যা জানালো রিউমর স্ক্যানার ◈ সাগরে নিম্নচাপ: শীত ও বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৪, ০৮:৩০ রাত
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২৪, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুরাদনগরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের  উদ্বোধন

এন এ মুরাদ, মুরাদনগর : "স্মার্ট জাতীয় পরিচয়পত্র করে, পরিচয় দিন গর্বভরে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নে ২০০৮সাল থেকে ২০১৬সাল পর্যন্ত হওয়া ৩ লক্ষ ৩৮ হাজার ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
 
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে স্মার্ট পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব শফিউল আজিম।
 
কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মাহফুজা মতিনের সভাপতিত্বে তিতাস উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিনুর জাহানের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক মাহবুব আলম তালুকদার, আইডিইএ এর প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান।
 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আসফাকুজ্জামান, জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈকত আহাম্মদ প্রমূখ।
 
এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাহিদ হোসেন, ইউডিএফ জাহিদুল ইসলাম, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক, সমাজসেবা কর্মকর্তা বরুন দে, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান মীর, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন প্রমুখ। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়