ভোলার তেঁতুলিয়া অবৈধভাবে বালু উত্তোলন করারয় আটক ১৫
ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি : ভোলার তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ড্রেজার ও বাল্কহেডসহ ১৫ জনকে আটক করেছে কোষ্টগার্ড দক্ষিণ জোন। সোমবার তাদেরকে তেতুলিয়ার বিভিন্ন পয়েন্টে থেকে আটক করা হয়। সোমবার রাতে কোষ্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন অর-রশীদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানান, ভোলার তেঁতুলিয়া নদীর চর চটকিমারা এলাকায় কোষ্টগার্ড একটি বিশেষ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫টি ড্রেজার এবং ৭টি বাল্কহেডসহ ১৫ জনকে আটক করা হয়।
পরে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ মোবাইল কোর্ট এর মাধ্যমে ড্রেজার প্রতি ২০ হাজার এবং বাল্কহেড প্রতি ৩০ হাজার টাকা করে মোট ২ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করে জব্দকৃত ড্রেজার-বাল্কহেডসহ আটককৃতদেরকে ছেড়ে দেন।