শিরোনাম
◈ জাহাজ থেকে ১৯ নাবিক বিদেশে পালানো, গ্রেপ্তারি পরোয়ানা ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে বার্সেলোনাকে ২-১ গোলে হারালো অ্যাথলেটিকো মাদ্রিদ ◈ ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে এশিয়া কাপের ফাইনালে হেরে গেলো বাংলাদেশ ◈ রাহাত ফতেহ আলী খান ৩ কোটি ৪০ লাখ টাকা  বিপিএল মিউজিক ফেস্টে গান গাইবেন ◈ চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় দিনে ভারতের মুখোমুখি বাংলাদেশ! ◈ একবার চার্জে ৬৩৫ কিলোমিটার পর্যন্ত চলবে, সৌদি আরবে প্রথম হাইড্রোজেনচালিত বাস চালু ◈ আইজকে থিক্যা সব হিসাব কিতাব তুই দিবি, যদি না দ্যাস, তোরে কিন্তু একদম : চাপাতি হাতে সন্ত্রাসী ◈ আফ্রিকার দেশ ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ৩৮ ◈ নারী ক্রিকেটারদের জন্য প্রথম শ্রেণির চুক্তি চালু করছে বিসিবি, থাকবে উইনিং বোনাস ◈ গ্রেফতারি পরোয়ানা ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পার বিরুদ্ধে

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৪, ০৮:০৫ রাত
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে ক্বাওমি মাদ্রাসার মুহতামীমকে অপসারণের দাবীতে বিক্ষোভ

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ফয়জিয়া হামিয়ুচ্ছুন্নাহ দারুল উলুম ক্বাওমিয়া মাদরাসার মুহতামীম ইব্রাহীমের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে তার অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টায় মাদরাসার সকল শিক্ষার্থী, উস্তাদ ও সাধারণ জনগনের ব্যানারে এই বিক্ষোভ মিছিল করেন।

মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসষ্ট্যান্ড এলাকায় তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর মুহতামীম ইব্রাহীমের অপসারণের দাবীতে একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ উঠেছে আদমদীঘি সদরে অবস্থিত ফয়জিয়া হামিয়ুচ্ছুন্নাহ দারুল উলুম ক্বাওমিয়া মাদরাসার মুহতামীম ইব্রাহীম মাদ্রাসার ছাদ নির্মাণের জন্য দানকৃত বালু, সিমেন্ট ছাত্রদের দ্বারা নিজে আত্মসাত করেছেন। এছাড়া মাদ্রাসার জন্য দান করা গরু ছাগল নিজের বাসায় নিয়ে যান। অনেক সময় শিক্ষার্থীদেরকে সময় মত গোস্ত না দিয়ে ফ্রিজে রেখে নষ্ট হবার পরে খেতে দেন। মাদ্রাসার ছাত্রদের জন্য দান করা  উন্নত মানের কম্বল নিজের বাসায় রেখে দেন। 

এছাড়া ক্লাস চলাকালীন সময়ে শিক্ষার্থীদের দ্বারা নিজ বাসার কাজ করিয়ে নেওয়া, প্রতি মাসে বাথরুম পরিষ্কার বাবদ ছাত্রদের ধার্যকৃত টাকার হিসাব না দিয়ে আত্মসাৎ করা, বিভিন্ন কারণে শিক্ষার্থীদের অশ্লীল ভাষায় গালিগালাজসহ নানা অনিয়ম দুর্নীতি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়