শিরোনাম
◈ পাকিস্তানে ট্রেনে হামলা: সেনাবাহিনীর অভিযানে উদ্ধার ১০৪, নিহত ১৬ ◈ বিদ্যুৎ ব্যবহারে ডিপিডিসির বিশেষ নির্দেশনা ◈ নন-এমপিও শিক্ষকদের দাবি মেনে নিল সরকার, আন্দোলন প্রত্যাহার ◈ ‘কোনো ফাঁদে পা দেওয়া যাবে না’, পুলিশকে সহযোগিতার আহ্বান মাহফুজ আলমের ◈ মধ্যরাতে উত্তাল ঢাবি লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবিতে (ভিডিও) ◈ ভারতীয় সংবাদমাধ্যমে সেনাবাহিনী নিয়ে ভুয়া খবরের প্রতিবাদ আইএসপিআরের ◈ ট্রাম্পের সিদ্ধান্তে জলবায়ু ঝুঁকি বাড়বে বাংলাদেশেও! ◈ সাবেক মন্ত্রী-এমপিদের জন্য আনা ৩০টি গাড়ি ফের নিলামে, ক্রেতা নেই ◈ বন্ধুত্বের নিদর্শন হিসেবে রাশিয়া বাংলাদেশে ৩০,০০০ টন এমওপি সার সরবরাহের প্রস্তুতি নিচ্ছে ◈ একটি বিশেষ দলকে নিয়ে কেউ নিউজ করে না : মির্জা আব্বাস 

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৪, ০৮:০৫ রাত
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে ক্বাওমি মাদ্রাসার মুহতামীমকে অপসারণের দাবীতে বিক্ষোভ

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ফয়জিয়া হামিয়ুচ্ছুন্নাহ দারুল উলুম ক্বাওমিয়া মাদরাসার মুহতামীম ইব্রাহীমের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে তার অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টায় মাদরাসার সকল শিক্ষার্থী, উস্তাদ ও সাধারণ জনগনের ব্যানারে এই বিক্ষোভ মিছিল করেন।

মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসষ্ট্যান্ড এলাকায় তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর মুহতামীম ইব্রাহীমের অপসারণের দাবীতে একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ উঠেছে আদমদীঘি সদরে অবস্থিত ফয়জিয়া হামিয়ুচ্ছুন্নাহ দারুল উলুম ক্বাওমিয়া মাদরাসার মুহতামীম ইব্রাহীম মাদ্রাসার ছাদ নির্মাণের জন্য দানকৃত বালু, সিমেন্ট ছাত্রদের দ্বারা নিজে আত্মসাত করেছেন। এছাড়া মাদ্রাসার জন্য দান করা গরু ছাগল নিজের বাসায় নিয়ে যান। অনেক সময় শিক্ষার্থীদেরকে সময় মত গোস্ত না দিয়ে ফ্রিজে রেখে নষ্ট হবার পরে খেতে দেন। মাদ্রাসার ছাত্রদের জন্য দান করা  উন্নত মানের কম্বল নিজের বাসায় রেখে দেন। 

এছাড়া ক্লাস চলাকালীন সময়ে শিক্ষার্থীদের দ্বারা নিজ বাসার কাজ করিয়ে নেওয়া, প্রতি মাসে বাথরুম পরিষ্কার বাবদ ছাত্রদের ধার্যকৃত টাকার হিসাব না দিয়ে আত্মসাৎ করা, বিভিন্ন কারণে শিক্ষার্থীদের অশ্লীল ভাষায় গালিগালাজসহ নানা অনিয়ম দুর্নীতি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়