হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সরকারী রাজেন্দ্র কলেজের ব্যাবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রুমা সুলতানার হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুরে ১২টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে কলেজটির শিক্ষক ও ছাত্র- ছাত্রীরা অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- মামুন রহমান, সয়ন, নিরব শান্ত ও কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হালিম প্রমূখ। এসময় বক্তারা বলেন, রুমাকে তার স্বামী হত্যা করে হাসপাতালে ভর্তি করে। পরে তার মৃত্যু নিশ্চিত হওয়ার পর মৃত্যুকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নানা কৌশল অবলম্বন করে তার স্বামী সাগর হোসেন। এ ঘটনায় মৃত্যুর আসল ঘটনা উন্মোচন করতে মধুখালী থানায় মামলা দিতে গেলে তারা মামলা নেওয়া থেকে বিরত থাকে।
উল্লেখ্য, জেলার মধুখালী উপজেলার বাসিন্দা তার স্বামী একই এলাকার গ্যারাখোলার বাসিন্দা। গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় তাকে হত্যা করে মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।