শিরোনাম
◈ অক্সফোর্ড কলেজে শতাব্দীর রীতি: দাস নারীর খুলিতে তৈরি পাত্রে পরিবেশন হতো পানীয়! ◈ বেসরকারি খাতে ঋণের চাহিদা কম: বাণিজ্যিক ব্যাংকের ওপর সরকারের নির্ভরতা বেড়েছে ◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৪, ০১:৪৮ দুপুর
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উলিপুরে ধরলার ভাঙ্গনে বন্যা আশ্রয় কেন্দ্র ও ভূমি অফিস বিলীন!

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম : কয়েক দিনের প্রবল বর্ষণ ও উজানী ঢলের প্রচন্ড স্রোতে- ধরলা নদীর চলমান ভাঙ্গনে দ্বিতীয় দিনে বন্যা আশ্রয় কেন্দ্র ও অস্থায়ী বেগমগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
 
১ অক্টোবর কুড়িগ্রামের উলিপুর উপজেলার ১২ নং বেগমগঞ্জ ইউনিয়নের আকেল মামুদ খুদিরকুটি বন্যা আশ্রয়ে কেন্দ্রটি ও অস্থায়ী বেগমগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস মঙ্গলবার রাতে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সরকারি কমিউনিটি ক্লিনিক বিলীন হওয়ার এক দিন পরেই অব্যাহত ভাঙ্গনে খুদির কুটি বন্যা আশ্রয় কেন্দ্র ও অস্থায়ী বেগমগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস বিলীন হয়ে যাওয়ার ঘটনায় এলাকাবাসীর মাঝে ভাঙ্গন আতঙ্ক বিরাজ করছে। 
 
এরই মধ্যে ভাঙ্গনের সম্মুখীন হয়ে পড়েছে খুদির কুটি আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়। অনেকের পুরাতন বসতভিটা,পারিবারিক কবরস্থান। ভাঙ্গনের সম্মুখীন হওয়ায় অনেকে তাদের বাড়িঘর নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। স্থানীয়রা জানিয়েছেন,গত কয়েকদিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের  প্রচন্ড স্রোতে ধলায় ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। এ ব্যাপারে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান ১ অক্টোবর মঙ্গলবার দুপুরে এ প্রতিবেদককে মুঠোফোনে জানিয়েছেন , আমরা বিষয়টি অবগত হয়েছি । ভাঙ্গন রোধে দুই হাজার জিও ব্যাগ প্রস্তুত হচ্ছে আজ ফেলানো হবে।
 
  • সর্বশেষ
  • জনপ্রিয়