শিরোনাম
◈ হারিয়ে যাওয়া ৫৩ টি মোবাইল উদ্ধার করে  মালিকদেরকে বুঝিয়ে দিলো ডিএমপি ◈ নবম শ্রেণীর পাঠ্যবই ’মেয়ে’ গল্প নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ও যে তথ্য দিলেন আসিফ মাহতাব (ভিডিও) ◈ আমি ১৬ ডিসেম্বর বিজয় দিবস মানি না: আসাদুজ্জামান ফুয়াদ (ভিডিও) ◈ যদি শেখ হাসিনা টিকে যেত এই সেমিনার কি হতো, প্রশ্ন আন্দালিব রহমান পার্থের (ভিডিও) ◈ নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, নেট দুনিয়ায় তোলপাড়, ভিডিও নিয়ে যা জানা গেল ◈ সাকিব-তামিম চাইলে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পারবেন: বিসিবি সভাপতি ◈ নারী এশিয়া কাপের ফাইনালে রোববার ভারত ও বাংলাদেশ মুখোমুখি ◈ ঢাকা মেট্রোকে হারিয়ে এনসিএল ক্রিকেটের ফাইনালে রংপুর বিভাগ ◈ আইসিসির কাছে বিশপের সুপারিশ, শামীম-জাকেরকে ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার দেয়া হোক  ◈ ‘জনশক্তি’ নামে কোনো রাজনৈতিক দল গঠনের আলোচনা হয়নি, জানালো জাতীয় নাগরিক কমিটি

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৪, ১২:৫৪ দুপুর
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২৪, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩৮শতক জমি ৪১ শতক করে খাজনা নেওয়ার অভিযোগ ভূমি কর্মকর্তার বিরুদ্ধে

আশরাফুল নয়ন, নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া-তিলেকপুর ইউনিয়ন ভূমি অফিসে জমি পরিমান বৃদ্ধি করে খাজনা নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোমেনা খাতুনের বিরুদ্ধে । জানা গেছে, পিরোজপুর মৌজার ৯৯২ নং হোল্ডিং ও ৬৮৩ নং খতিয়ান এ গত ০৭ ডিসেমম্বর ২০২৩ ইং তারিখে ৯ নং দাগে ১৫ শতাংশ,  ১০ নং দাগে ১০ শতাংশ এবং ১১ নং দাগে ১৩ শতাংশ, মোট ৩৮ শতাংশ জমি নামজারী করে খাজনা দেন দাবী মৌলিক উন্নয়ন সংস্থা।

তবে রহস্যজনক ভাবে ওই জমি আবারও গত ১২ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে কোন মিসকেস ছাড়ায় জমির পরিমাণ বাড়িয়ে ৪১ শতাংশ করা হয়। ৩ শতাংশ জমি বাড়িয়ে মোটা অংকের টাকার বিনিময়ে পুনরাই খাজনা নেওয়ার উঠেছে ভূমি কর্মকর্তা মোমেনা খাতুনের বিরুদ্ধে।

এ বিষয়ে খাজনা রশিদ নিয়ে জানার জন্য সরাসরি  অফিসে গেলে ভূমি কর্মকর্তা মোমেনা খাতুন বলেন, আমি এই খাজনা নেইনি,আমি কিছু বলতে পারবো না। কিভাবে ৩ শতক জমি বাড়ানো হলো জানতে চাইলে কোন সদুত্তর দিতে পারেনি। এছাড়াও তিনি বলেন,এবিষয়ে কোন তথ্য দিতে পারবো না। যদি কোন তথ্য দিতে হয় আমার উর্ধ্বতন কর্মকর্তাকে দিবো। কোন জবাব দিতে হলে উর্ধ্বতন কর্মকর্তাকে দিবো।

এবিষয়ে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোসা: আশরাফুন নাহার বলেন, অফিসে এসে দেখা করেন। জমির পরিমান কি ভাবে বাড়লো জানতে চাইলে তিনি আসানুরুপ কোন কিছু বলতে পারেনি। তিনি আরো বলেন নিউজ করার  দরকার নেই আমি প্রতিনিধি পাঠাচ্ছি।

নওগাঁ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খান সালমান হাবিব বলেন,  দাবী মৌলিক উন্নয়ন সংস্থা এই প্রতিষ্ঠানটির সম্ভবত ব্যাংক লোনের জন্য জমির পরিমান বাড়িয়ে খাজনা দিয়েছে। তবে কোন আনিয়ম হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়