ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি; ঝিনাইদহ জেলার কালীগঞ্জের মোবারকগঞ্জ সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক আব্দুল হামিদের লাশ উদ্ধার হয়েছে মোবারকগঞ্জ চিনিকলের একটি পুকুর থেকে। নিহত হামিদ হলেন , মোচিক কারখানার বিদ্যুৎ শাখার অবসরপ্রাপ্ত শ্রমিক ও বিদ্যুৎ শাখার কর্মরত নাহিদ ইসলাম নামের এক কর্মচারীর মামা।
চাকুরির সুত্রে নিহত হামিদ দির্ঘদিন ধরে মোচিক মিল কলোনিতে বাসা নিয়ে তার ভাগ্নে বিদ্যুৎ বিভাগের শ্রমিক নাহিদ ইসলামের সাথে থাকতো। জানাগেছে, মোবারকগঞ্জ চিনিকলের টিনসেড ব্যারাকের উত্তর পাশের পুকুরে সোমবার ভোরে একটি লাশ ভাসতে দেখা যায়। মিল কলোনি বাসির ধারণা লাশটি হামিদের।তাঁরা জানান নিহত হামিদ মৃগীরোগী ও মানসিক ভারসাম্যহীন ছিল তাই তার এমন ভাবে মৃত্যু হতে পারে ।
তার আত্মীয় স্বজনরা জানান, গতকাল রোববার বিকাল থেকে সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুজি করার পর আজ ভোর সকালে পুকুরে তার লাশ ভাসতে দেখা যায়।
এব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আজিফ আলী জানান, পুলিশ ঘটনাস্থানে গিয়ে পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে প্রেরণ