শিরোনাম
◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস ◈ সমালোচনার মুখে ডিএনসিসি প্রশাসকের উপদেষ্টা পদ ছাড়লেন এস্তোনীয় নাগরিক ড. আমিনুল ইসলাম ◈ গুলিস্তানে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান  ◈ সম্প্রীতির বাংলাদেশ গড়তে সংখ্যাগুরু-সংখ্যালঘু বিভেদ ভুলে একতার আহ্বান তারেক রহমানের ◈ প্রধানমন্ত্রীর তিনটি পদে একযোগে থাকার বিধান বহাল রাখার পক্ষে বিএনপি

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১২ রাত
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত থেকে পাচারকালে বেনাপোলে ১২ কেজি  গাজা উদ্ধার

আইরিন হক, বেনাপোল(যশোর) : ভারত থেকে পাচারকালে যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১২ কেজি  
গাঁজা  উদ্ধার করেছে পুলিশ। তবে কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। এর আগে  যশোরের বেনাপোলে পুলিশের উপস্থিত বুঝতে পেরে গাঁজার বস্তা ফেলে পালায় চিহ্নিত  মাদক ব্যবসায়ী তারেক হোসেন (৪০)। 

শনিবার (৮শে সেপ্টেম্বর) বিকালে  বেনাপোল রঘুনাথপুর পশ্চিমপাড়া এলাকা থেকে  বেনাপোল পোর্ট থানার পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে গাজা উদ্ধার করে। এসময় মাদক ব্যবসায়ী তারেক পুলিশের উপস্থিতি বুঝতে পেরে গাঁজার বস্তা ফেলে পালিয়ে যায়।পরে পুলিশ সদস্যরা বস্তার মুখ খুলে তাতে ১২ কেজি গাঁজা উদ্ধার করেন।
 মাদক পাচারকারী তারেক বেনাপোলের   রঘুনাথপুর পশ্চিম পাড়া এলাকার মৃত শাহজাহান মল্লিকার ছেলে। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, গোপন সংঘের মাধ্যমে জানতে পেরে শনিবার ভোরে রঘুনাথপুর এলাকায় তারেকের বাড়ির সামনে অবস্থান নেয় পুলিশ সদস্যরা। এ সময়ে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাদক ব্যবসায়ী তারেক গাঁজার বস্তা ফেলে পালিয়ে যায়। পরে গাজার বস্তা উদ্ধার করে মুখ খুলে তার ভিতরে ১২ কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার তারেকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়