টেকনাফ প্রতিনিধি : টেকনাফ থানাধীন সাবরাং এলাকা থেকে বিদেশি গোলাবারুদ ও অস্ত্রসহ মোঃ শহিদ নামের এক পাচারকারী আটক করেছে কোস্ট গার্ড। শনিবার ২৮ সেপ্টেম্বর কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।
জানা যায়, টেকনাফ থানাধীন সাবরাং এলাকার বাসিন্দা মোঃ শহিদ দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র পাচার করে টেকনাফের কুখ্যাত ডাকাত দলকে সরবরাহ করে আসছিলো। এমন তথ্যের ভিত্তিতে ২৮ সেপ্টেম্বর রাতে বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন সাবরাং এলাকায় মোঃ শহিদ এর বাড়িতে অভিযান চালিয়ে এই অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।