শিরোনাম
◈ অক্সফোর্ড কলেজে শতাব্দীর রীতি: দাস নারীর খুলিতে তৈরি পাত্রে পরিবেশন হতো পানীয়! ◈ বেসরকারি খাতে ঋণের চাহিদা কম: বাণিজ্যিক ব্যাংকের ওপর সরকারের নির্ভরতা বেড়েছে ◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১৮ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ,  ধর্ষক গ্রেফতার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী নগরীর বসুয়া এলাকায় ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় ভাসুর মোঃ আরিফুজ্জামান আরিফকে (৩৪) গ্রেফতার করেছে র‍্যাব-৫। 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত্রী-পৌনে ১টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মহিষালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার ধর্ষণ সিএন্ডবি আচুয়া তালতলা এলাকার আরমান সরদারের ছেলে। আজ শনিবার সকালে র‍্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আরিফ সম্পর্কে ভিকটিমের সৎ বড় ভাসুর অর্থাৎ তার স্বামীর সৎ বড় ভাই।

সেই সুবাদে আরিফ ভিকটিমের ভাড়া বাসায় মাঝে মাঝে বেড়াতে যেত। গত ৩১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজপাড়া থানাধীন বসুয়া আলীর মোড়ে ভিকটিমের ভাড়া বাসায় যায়। 

পরবর্তীতে ভিকটিমকে একা পেয়ে ভিকটিমের ০২ বছর ০৬ মাসের ছেলেকে হত্যার হুমকি দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।  এবং উক্ত ঘটনার বিষয়ে কাউকে জানালে জানে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করে চলে যায়। 

পরে ভিকটিমের স্বামী বাড়ীতে এসে তাকে অসুস্থ্য অবস্থায় দেখে ঘটনার বিষয়ে জানতে চাই। উক্ত ঘটনার বিষয়ে ভিকটিম তার স্বামীর কাছে প্রকাশ করলে অটোরিক্সাযোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়।

এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে রাজপাড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলাটি পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে। 

গত ২৭ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-৫ এর একটি দল গোদাগাড়ীর মহিষালবাড়ী এলাকা থেকে ধর্ষক আরিফকে গ্রেফতার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়