শিরোনাম
◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস ◈ সমালোচনার মুখে ডিএনসিসি প্রশাসকের উপদেষ্টা পদ ছাড়লেন এস্তোনীয় নাগরিক ড. আমিনুল ইসলাম ◈ গুলিস্তানে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান  ◈ সম্প্রীতির বাংলাদেশ গড়তে সংখ্যাগুরু-সংখ্যালঘু বিভেদ ভুলে একতার আহ্বান তারেক রহমানের ◈ প্রধানমন্ত্রীর তিনটি পদে একযোগে থাকার বিধান বহাল রাখার পক্ষে বিএনপি

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১৪ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইগ্রুপের সংঘর্ষে আহত ২৫

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার গট্টি ইউনিয়নের মেম্বার গট্টি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের অন্তত ২৫জন আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য রফিক মাতুব্বর ও সাবেক ইউপি সদস্য আজিজ মোল্লার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য দলপক্ষ নিয়ে বিরোধ চলে আসছে। গ্রাম্য দলপক্ষের সুত্রধরেই শনিবার সকালে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র লাঠিসোঁটা, ইটপাটকেল, ঢাল, সড়কি নিয়ে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। এসময় আশপাশের কযেকটি গ্রামের মানুষ সংঘর্ষে যোগ দেয়। প্রায় তিন ঘন্টা চলে এ সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এলাকার পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে কাজ করছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়