শিরোনাম
◈ রোনালদোর আল নাসর ২-০ গোলে হারালো আল ওয়েহদাকে ◈ দেশের মাটিতে সাকিবের টেস্ট ক্যারিয়ার শেষ করা নিয়ে শঙ্কা ◈ বর্ণবাদী আচরণের কারণে গ্যালারিতে এক ম্যাচ নিষিদ্ধ বার্সা সমর্থকরা ◈ পাচারের অর্থ ফেরাতে চলছে নানা তৎপরতা, যেসব উপায়ে ফিরিয়ে আনা যাবে দেশে (ভিডিও) ◈ সংস্কার শেষে ১৮ মাস পর নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টার প্রেস সচিব ◈ শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তন নিয়ে কর্তৃপক্ষ যা জানাল ◈ সক্রিয় হওয়ার চেষ্টায় আওয়ামী লীগ, সামাজিক মাধ্যমে যোগাযোগ বাড়ছে  ◈ চট্টগ্রামে সেনাসদস্য অবরুদ্ধের ঘটনায় যুবদলের ৪ নেতাকে বহিষ্কার, গ্রেফতার ১ ◈ যুক্তরাষ্ট্রে হারিকেন ‘হেলেনের’ তাণ্ডবে নিহত ২০, ২০ লাখের বেশি ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎ–বিচ্ছিন্ন ◈ কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৫২ রাত
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা : কুমিল্লা আদর্শ সদরের দূর্গাপুরে গত ১৭ তারিখে বিএনপির গনতন্ত্র দিবসের প্রোগ্রামে যাওয়া না যাওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। এ ঘটনার পর দূর্গাপুর এলাকায় থমেথমে অবস্থা বিরাজ করছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে দূর্গাপুর দীঘির পাড় কাজী নূর আহমেদের ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। আহতরা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন,আদর্শ সদর উপজেলার উত্তর দূর্গাপুর ইউনিয়নের কৃষ্ণনগর এলাকার মৃত মকবুল আহমেদের ছেলে বিএনপি নেতা কাজী নূর আহমেদ শরীফ, দক্ষিণ দূর্গাপুর এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে আবদুল হান্নান, একই এলাকার আফজলের ছেলে গোলাম মোস্তফা, মৃত সমগাজীর ছেলে সুজন, আবদুল বারেকের ছেলে ইউসুফ।

জানা গেছে, গত ১৭ তারিখে কুমিল্লা নগরীর টাউনহল মাঠে বিএনপির গনতন্ত্র দিবসের প্রোগ্রামে যাওয়া না যাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। আদর্শ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক রেজাউল কাইয়ুম দূর্গাপুর বিএনপি নেতা নূর আহমেদদের কান্দিরপাড় প্রোগ্রামে যেতে নিষেধ করেন, সে নিষেধাজ্ঞা অমান্য করে প্রোগ্রামে যাওয়াই কাইয়ুমের ভাই রাশেদসহ দলবল নিয়ে এ হামলা করেন বলে অভিযোগ করেন আহত বিএনপি নেতাকর্মীরা।

ঘটনাটি ষড়যন্ত্র বলে অভিযোগের বিষয়ে কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক রেজাউল কাইয়ুম বলেন, রাজনীতিতে ষড়যন্ত্র থাকবে। সে আলোকে আমার উপর দোষ চাপাচ্ছে। প্রোগ্রামে যাওয়ার জন্য কাউকে নিষেধ করিনি। সবাইকে যেতে আমি বলেছি। যারা আহত হয়েছে তাদের দেখতে আমি নিজেই যাব।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মহিনুল ইসলাম বলেন, সন্ধ্যা সাড়ে ৭ টার পরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ঘটে। তবে এখন পরিবেশ শান্ত আছে। আমাদের ফোর্স ঘটনাস্থলে ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়