শিরোনাম
◈ রোনালদোর আল নাসর ২-০ গোলে হারালো আল ওয়েহদাকে ◈ দেশের মাটিতে সাকিবের টেস্ট ক্যারিয়ার শেষ করা নিয়ে শঙ্কা ◈ বর্ণবাদী আচরণের কারণে গ্যালারিতে এক ম্যাচ নিষিদ্ধ বার্সা সমর্থকরা ◈ পাচারের অর্থ ফেরাতে চলছে নানা তৎপরতা, যেসব উপায়ে ফিরিয়ে আনা যাবে দেশে (ভিডিও) ◈ সংস্কার শেষে ১৮ মাস পর নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টার প্রেস সচিব ◈ শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তন নিয়ে কর্তৃপক্ষ যা জানাল ◈ সক্রিয় হওয়ার চেষ্টায় আওয়ামী লীগ, সামাজিক মাধ্যমে যোগাযোগ বাড়ছে  ◈ চট্টগ্রামে সেনাসদস্য অবরুদ্ধের ঘটনায় যুবদলের ৪ নেতাকে বহিষ্কার, গ্রেফতার ১ ◈ যুক্তরাষ্ট্রে হারিকেন ‘হেলেনের’ তাণ্ডবে নিহত ২০, ২০ লাখের বেশি ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎ–বিচ্ছিন্ন ◈ কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৪৭ রাত
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চর্ম রোগীর সংখ্যা বাড়ছে ব্রাহ্মণপাড়ায়

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়াঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অন্যান্য রোগের তুলনায় চর্মরোগ বাড়ছে আশঙ্কাজনকভাবে। দিন দিনই বাড়ছে এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। বন্যাপরবর্তী সময়ে এ রোগ যেন আরও বেশি বেড়েছে। বড়দের পাশাপাশি শিশুরাও আক্রান্ত হচ্ছে এ ধরনের রোগে।

সংশ্লিষ্ট চিকিৎসকরা সাম্প্রতিক বন্যার দূষিত পানি, পরিবেশ দূষণ, অস্বাস্থ্যকর পরিবেশ, খাদ্যাভ্যাস ও ত্বকের যত্নের অভাবকেই দায়ী করছেন। তবে শিশুদের আক্রান্তের সংখ্যায় উদ্বিগ্ন চিকিৎসকরা। এ থেকে উদ্ধারে পারিবারিক সচেতনতাই প্রথম প্রতিরোধ বলে মনে করছেন তারা।

সরেজমিনে দেখা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ ও জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে চর্ম রোগীর সংখ্যাই বেশি। সেবা নিতে আসা রোগীদের মধ্যে দেখা গেছে, কেউ এসেছেন পুরো শরীরে ঘামাচির মতো ছোট ছোট ফুসকুড়ি সাথে তীব্র চুলকানি। কেউ এসেছেন খোসপাঁচড়া নিয়ে, আবার কেউ এসেছেন স্কেবিস নিয়ে। কেউ কেউ এসেছেন চুলকানি নিয়ে। কেউ এসেছেন হিট র‍্যাশ নিয়ে।

এছাড়াও চর্ম রোগের নানা লক্ষণ নিয়ে এসেছেন রোগীরা। এ চিত্র স্বাস্থ্য কমপ্লেক্সসহ অন্যান্য বেসরকারি হাসপাতালেও। বন্যাপরবর্তী সময়ে এর প্রকোপ অনেকাংশে বেড়েছে। চিকিৎসকরা বিশেষজ্ঞদের বরাত দিয়ে জানান, দিন দিনই আমাদের পরিবেশ নানা কারণে দূষিত হচ্ছে। দিন দিন এই দূষণের ফলে পরিবেশ তার ভারসাম্য ধরে রাখতে পারছে না। যার ফলে এই পরিবেশ ঘিরে আমরা যারা বসবাস করছি এই বিরূপ প্রতিক্রিয়া আমাদেরকেই বহন করতে হচ্ছে। এই বিরূপ প্রতিক্রিয়ারই একটি হচ্ছে মানবদেহে নানাভাবে দেখা দেওয়া চর্মরোগ। এ ছাড়াও ত্বকের যত্নের অভাবে, অপরিচ্ছন্ন কাপড়চোপড় পরিধান ও অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসের কারণেও চর্মরোগ হচ্ছে। সাম্প্রতিক বন্যার দূষিত পানির কারণে ইদানীং চর্মরোগী আরও বেশি বেড়েছে।

চিকিৎসকরা জানান, মানবদেহে অ্যাকজিমা হচ্ছে ভিটামিন ডি এর অভাবেও, তবে এ ডিজিজ শিশুদের ক্ষেত্রে মারাত্মক হয়ে উঠতে পারে। চর্মরোগের প্রকোপ সাধারণত শীতকালে দেখা দিলেও ছত্রাকজনিত রোগ, একজিমা,  টিনিয়া বা দাউদ শীতগ্রীষ্ম নয় পুরো বছরজুড়েই মানবদেহে থাকতে দেখা যাচ্ছে। চিকিৎসকরা শঙ্কা জানিয়ে আরও জানান, চর্মরোগে আক্রান্ত জটিল রোগী, বিশেষ করে শিশুদের চিকিৎসায় সময় লাগে বেশি।

অনেক লম্বা সময় ধরে চালাতে হয় চিকিৎসা। কোন কোন রোগী রোগটি পুরোপুরি নির্মূল হবার আগেই অবহেলা বশত ঔষধ বন্ধ করে দেয়, যার ফলে শরীরে জীবাণু আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। যে কারণে রোগটি জটিলপর্যায়ে পৌঁছে যায়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শঙ্খজিৎ সমাজপতি বলেন, চর্মরোগের চিকিৎসা নিতে হয় একটু লম্বা সময় ধরে। এটা জ্বর বা সর্দি কাশির মতো অল্প সময়ের চিকিৎসায় আরোগ্য মেলে না। তবে অবাক করা বিষয় হচ্ছে, এ উপজেলার অধিকাংশ রোগী পল্লী চিকিৎসক থেকে ভুলভাল চিকিৎসা নিয়ে রোগটিকে জটিকপর্যায়ে এনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এতে ওই ধরনের রোগীদের চিকিৎসা দেওয়া অনেকটা জটিল হয়ে ওঠে।

এতে রোগীর চিকিৎসার ব্যয়ও বেড়ে যায়। কোন কোন রোগীকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালেও পাঠানোর প্রয়োজন পড়ে। ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন  বলেন, নানাভাবে পরিবেশ দূষণ হচ্ছে। এর ফলে মানবদেহে বাসা বাধছে নানা রোগ। এসব রোগের মধ্যে চর্মরোগ বেশি পরিলক্ষিত হচ্ছে। ব্যাকটেরিয়া, ছত্রাক, পরজীবিসহ নানা জীবাণু দ্বারা চর্মরোগে আক্রান্ত হচ্ছেন মানুষ।

সম্প্রতি বন্যার পানিতে উপজেলার সব এলাকা প্লাবিত হয়েছে। যার ফলে বন্যার দূষিত পানির কারণে চর্ম রোগীর সংখ্যা আরও বেড়ে গেছে। তিনি বলেন, আমরা আমাদের সাধ্যমতো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। চর্মরোগসহ নানা রোগে আক্রান্ত রোগীদের পরামর্শের পাশাপাশি হাসপাতালের ফার্মেসী থেকে বিনামূল্যে ঔষধ দেওয়া হচ্ছে। আশা করছি চর্মরোগে আক্রান্ত রোগীরা সঠিক নিয়ম মেনে চিকিৎসা নিলে এবং সঠিক স্বাস্থ্যবিধি মেনে চললে চর্ম রোগীর সংখ্যা অনেকাংশে কমে আসবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়