হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : মাধ্যমিক পর্যায়ে ফরিদপুরের নগরকান্দা উপজেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন উপজেলাটির লস্করদিয়া আতিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম খাঁন।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে আতিকুর রহমান উচ্চ বিদ্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) নগরকান্দা উপজেলা মাধ্যমিক কর্মকর্তা ফজলুল হক শ্রেষ্ঠ গুণী শিক্ষক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ গুণী শিক্ষককে আগামী মাসের ০৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে পুরস্কৃত ও সম্মানিত করা হবে।
এব্যাপারে আতিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম খাঁন বলেন, 'যে কোনো পুরস্কারই কাজের অনুপ্রেরণা বাড়িয়ে দেয়। স্বীকৃতি পেলে দায়িত্ববেোধ বাড়িয়ে দেয়। আমার ক্ষেত্রেও হয়তো ব্যতিক্রম নয়। এ স্বীকৃতি সামনে দিনগুলোতে ভালো কাজ করতে আরও বেশি অনুপ্রাণিত করবে বলে বিশ্বাস করি।'