এন এ মুরাদ, মুরাদনগর : মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদত্যাগ করেছেন। টাকা আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। আন্দোলনের জের ধরে শিক্ষক জালাল হোসেন ফরাজী পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন।
স্কুল ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে বৃহস্পতিবার দুপুরে স্বেচ্ছায় পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন। মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদত্যাগপত্র গ্রহণ করেন।
স্কুল সূত্রে জানা যায়, বাবুটিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল হোসেন ফরাজী স্কুলের তহবিল থেকে বিভিন্ন সময় টাকা আত্মসাৎ করছেন। তাঁকে আগেও ফান্ডের টাকা তছরুপ করার অভিযোগে সতর্ক করা হয়েছিল কিন্তু তিনি বেপরোয়া হওয়ায় শিক্ষার্থীরা আন্দোলন করেন। আন্দোলনের মুখে তিনি পদ থেকে ইস্তেফা দেন।
মুরাদনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার বলেন, "পদত্যাগ করলে বিধি মোতাবেক ব্যবস্হা নেওয়া হবে।" এবিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মো. সিফাত উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, "বাবুটিপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ পত্র পেয়েছি।"