শিরোনাম
◈ প্রায় ২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এলো ২১ দিনেই   ◈ ‌‘আ.লীগের যত অপরাধ, ১শ বছরেও বিচার শেষ হবে না’ ◈ পারভেজ হত্যাকাণ্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেফতার ◈ পরীমনির বিরুদ্ধে মামলা করলেন সেই গৃহকর্মী ◈ ওরা আমাদের গুলি করতেসে, অনেকে গুলিবিদ্ধ হয়েছে: ৩ মিনিট ৩৮ সেকেন্ডের ভিডিও ভাইরাল ◈ আপিল বিভাগের জ্যেষ্ঠ তিন বিচারপতি থেকে প্রধান বিচারপতি চায় বিএনপি ◈ উত্তরখানে স্কুলে পড়ুয়া অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করে ইস্রাফিল ◈ আপনাদের যে তেলটা আছে ওই তেলটা এখন রেখে দেন, সরকারি কর্মকর্তাদের বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ পোপ ফ্রান্সিস যখন বাংলাদেশ সফরে এসেছিলেন ◈ টে‌স্টের তৃতীয় দিন- জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে ১১২ রানে এগিয়ে বাংলাদেশ

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ০১:১২ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইকের যাত্রীর

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন তিনজন যাত্রী। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদপুর শহরের মামুদপুর এলাকায়  বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় আহতরা হলেন– ফরিদপুরের নগরকান্দা উপজেলার সহিদ মিয়া ছেলে আনিস (২৪) ও তালমা ইউনিয়নের শেখ আব্বাসের ছেলে মো. শাফিজ (২৫) ও সালেহা বেগম। তবে এখনও নিহতের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে চারজন যাত্রী নিয়ে একটি ইজিবাইক শহরের দিকে যাচ্ছিল। পথে মামুদপুর এলাকায় এলে পেছন থেকে একটি ড্রাম ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। অপর ৩ যাত্রী আহত হন। আহতদেরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান। ওসি জানান, দুর্ঘটনার পরে ড্রাম ট্রাকটি ফেলে চালক পালিয়ে যায়। ট্রাকটি জব্দ করা হয়েছে ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়