শিরোনাম
◈ আ.লীগ ভোটে অংশ নিতে পারবে কি না, মুখ খুললেন আসিফ নজরুল ◈ প্রায় ২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এলো ২১ দিনেই   ◈ ‌‘আ.লীগের যত অপরাধ, ১শ বছরেও বিচার শেষ হবে না’ ◈ পারভেজ হত্যাকাণ্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেফতার ◈ পরীমনির বিরুদ্ধে মামলা করলেন সেই গৃহকর্মী ◈ ওরা আমাদের গুলি করতেসে, অনেকে গুলিবিদ্ধ হয়েছে: ৩ মিনিট ৩৮ সেকেন্ডের ভিডিও ভাইরাল ◈ আপিল বিভাগের জ্যেষ্ঠ তিন বিচারপতি থেকে প্রধান বিচারপতি চায় বিএনপি ◈ উত্তরখানে স্কুলে পড়ুয়া অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করে ইস্রাফিল ◈ আপনাদের যে তেলটা আছে ওই তেলটা এখন রেখে দেন, সরকারি কর্মকর্তাদের বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ পোপ ফ্রান্সিস যখন বাংলাদেশ সফরে এসেছিলেন

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ১০:২৩ রাত
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদালতের হাজতখানা থেকে পালিয়ে যাওয়া রিমান্ডের আসামি গ্রেফতার

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুর : শেরপুরে আদালতের হাজতখানা থেকে কৌশলে পালিয়ে যাওয়া জাল টাকার মামলায় রিমান্ড মঞ্জুর হওয়া সেই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শহরের নবীনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম। 

গ্রেফতারকৃত রাজু আহমেদ (২৫) নকলা উপজেলার বানেশ্বর্দী গ্রামের মানিক মিয়ার ছেলে। এর আগে মঙ্গলবার বিকাল ৪টার দিকে জেলা জজ আদালত ভবনের নিচে থাকা হাজতখানা থেকে পালিয়ে যান রাজু। 

এদিকে, পালানোর পরপরই রাজুকে গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। সকালে নবীনগর এলাকা থেকে গ্রেফতারের পর দুপুরে কারাগারে পাঠানো হয়।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. জিয়াউর রহমান বলেন, হাজতখানা থেকে কৌশলে পালিয়ে যাওয়া রাজু আহমেদকে সকালে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

গত ১৭ সেপ্টেম্বর ঝিনাইগাতী উপজেলার ফুলহাড়ি ও বাকাকুড়া এলাকায় জাল টাকায় কেনাকাটা করার সময় হাতেনাতে ধরা পড়েন রাজু, নালিতাবাড়ী উপজেলার পশ্চিম গুগড়াকান্দি গ্রামের মো. শাহিন (২৭) ও নকলা উপজেলার ভুরদী গ্রামের আনোয়ার হোসেন বাবু (৬৫)। ওই ঘটনায় ঝিনাইগাতী থানায় জাল টাকা হেফাজতে রাখা ও কারবারের অভিযোগে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা হয়। 

ওই মামলায় মঙ্গলবার বিকালে ঝিনাইগাতী জিআর আমলি আদালতে তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে প্রত্যেক আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুভপর্ণা চন্দ। বিকাল ৪টার দিকে ওই তিন আসামিকে আদালত থেকে হাজতখানায় নিয়ে যান পুলিশ সদস্যরা। কিছুক্ষণ পরই রাজু ও শাহিন কৌশলে পালালে আদালত অঙ্গনেই আটক হন শাহিন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য হাজতের ইনচার্জ এসআই আব্দুল বারীসহ তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়