শিরোনাম
◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ সাগর-রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে: হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ বিরলে কৃষক ভবেশের মৃত্যুর ৪ দিন পর থানায় হত্যা মামলা ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি! ◈ বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:৩৫ দুপুর
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় ঘরের পেছন মিলল নারীর ঝুলন্ত লাশ

শাহাজাদা এমরান,কুমিল্লা : কুমিল্লার লাকসামে ঘরের পেছন থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল (রবিবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় মোল্লা বাড়ির আবুল হাশেমের স্ত্রী পারুল আক্তারের (৪৭) এর লাশ দেখতে পায় তার পরিবার। এর আগে রাতেই তিনি নিখোঁজ হয়েছিলেন বলে জানায় পরিবার। ঘটনাটি ঘটেছে লাকসাম উপজেলার বাকই ইউনিয়নে। 


পারুলের ছেলে ফরিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা পারিবারিকভাবে খুবই সুখে আছি। কোনও ঝগড়াঝাটি নেই। গত রাতে প্রতিদিনের মতো সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে আমরা একসঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। একই ঘরের এক কক্ষে আমার বাবা-মা, আরেকটিতে সন্তানদের নিয়ে আমি ও আমার স্ত্রী এবং আরেক কক্ষে আমার ছোট ভাই ঘুমিয়ে পড়ে। মা রাতের কোন এক সময় উঠে বাইরে যায়। আড়াইটার দিকে উঠে দেখি, মা নেই। ভেবেছিলাম, বাথরুমে আছে। আমিও ঘুমিয়ে যাই। বাবাও ঘুমাচ্ছিলেন। কিন্তু ভোরেও মাকে না দেখে খোঁজাখুঁজি শুরু করি। পুরো গ্রামে খোঁজার পর বেলা ১১টায় ঘরের পেছনে গিয়ে মায়ের ঝুলন্ত লাশ দেখি। ঘরের পেছনের একটি গাছে দড়ি দিয়ে ঝুলানো ছিল মায়ের লাশ। তিনি বলেন, আমার মায়ের লাশ দেখে বোঝার উপায় নেই উনি আত্মহত্যা করেছেন। ওনার চোখ, মুখ স্বাভাবিক। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে আইনি ব্যবস্থা নেবো। 

লাকসাম থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। হত্যা নাকি আত্মহত্যা তা বলতে পারছি না। ময়নাতদন্তের রিপোর্ট এলে জানা যাবে। তবে এখন একটি অপমৃত্যুর মামলা ডায়েরি করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়