শিরোনাম
◈ কোচ গি‌লে‌স্পি ও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের দ্বন্দ্ব আইসিসি পর্যন্ত গড়ালো ◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ০২:১৬ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেমিককে আটকে রাখল হবু বর, বিয়ে ভাঙ্গার খবরে বধূর বিষপান

কল্যাণ বড়ুয়া: বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের কালীপুর ইউনিয়নে প্রেম আর বিয়ে নিয়ে ঘটে গেছে নাটকীয় ঘটনা। গত ২১ সেপ্টেম্বর শনিবার পশ্চিম পালেগ্রামের মোঃ আজিজুর রহমানের সাথে ইলশা গ্রামের এক কিশোরীর বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল।  এ সময় সেই মেয়ের প্রেমিকা রাকিব উপস্থিত হয় হবু বরের বাড়িতে  এবং কনের সঙ্গে তার কিছু ছবি ও ভিডিও হবু বরকে দেখান। 

এতে ক্ষিপ্ত হয়ে বর আজিজুর রহমান প্রেমিক রাকিবকে বেধে রাখে এবং বিয়ে ভেঙ্গে দেয়। এই খবর কনের কানে পৌঁছালে সে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের লোকজন কনেকে হাসপাতালে ভর্তি করে। নাটকীয় এই ঘটনা  গ্রামে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। 

এদিকে বাঁশখালীর কালীপুর ইউনিয়নের পালেগ্রাম এলাকায় এবং আটকে রাখা প্রেমিককে রবিবার বিকালে এসে উদ্ধার করে পুলিশ।

হবু বরের পিতা জাকের আহমদ বলেন, আমার ছেলের সাথে তার বিয়ে সম্পন্ন করতে আনুষ্ঠানিকতা চলাকালীন মেহেদী অনুষ্ঠানের রাতে রাকিব নামে এক ছেলে এসে মেয়ের প্রেমের সম্পর্ক আছে বলে কিছু ভিডিও ও ছবি দেখান, যার কারণে আমরা তাকে আটকে রেখেছি। আর বিয়ে ভেঙে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে সংক্রান্তে আমার অন্তত ৭ লাখ টাকা খরচ হয়েছে।  বিষয়টি সমাধান করতে কনের পক্ষকে খবর দিয়েছি কিন্তু তারা আসেনাই। এ সময় বিয়ে উপলক্ষে খরচ হওয়া টাকার ক্ষতিপূরণ দাবি করেন জাকের আহমদ ও তার পরিবার।

অপরদিকে কনের মা বলেন, এতো কিছুর আয়োজন করেছি, এরই মধ্যে রাকিব নামে এক বখাটের সাথে আমার মেয়ের প্রেমের সম্পর্ক আছে বলে ছেলের পক্ষের লোকজন বিয়ে ভেঙে
দেয়ার সিদ্ধান্ত নেয়ার খবর শুনে আমার বিষপান করে ফেলেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়