শিরোনাম
◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ সাগর-রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে: হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ বিরলে কৃষক ভবেশের মৃত্যুর ৪ দিন পর থানায় হত্যা মামলা ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি! ◈ বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ০২:১৬ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেমিককে আটকে রাখল হবু বর, বিয়ে ভাঙ্গার খবরে বধূর বিষপান

কল্যাণ বড়ুয়া: বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের কালীপুর ইউনিয়নে প্রেম আর বিয়ে নিয়ে ঘটে গেছে নাটকীয় ঘটনা। গত ২১ সেপ্টেম্বর শনিবার পশ্চিম পালেগ্রামের মোঃ আজিজুর রহমানের সাথে ইলশা গ্রামের এক কিশোরীর বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল।  এ সময় সেই মেয়ের প্রেমিকা রাকিব উপস্থিত হয় হবু বরের বাড়িতে  এবং কনের সঙ্গে তার কিছু ছবি ও ভিডিও হবু বরকে দেখান। 

এতে ক্ষিপ্ত হয়ে বর আজিজুর রহমান প্রেমিক রাকিবকে বেধে রাখে এবং বিয়ে ভেঙ্গে দেয়। এই খবর কনের কানে পৌঁছালে সে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের লোকজন কনেকে হাসপাতালে ভর্তি করে। নাটকীয় এই ঘটনা  গ্রামে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। 

এদিকে বাঁশখালীর কালীপুর ইউনিয়নের পালেগ্রাম এলাকায় এবং আটকে রাখা প্রেমিককে রবিবার বিকালে এসে উদ্ধার করে পুলিশ।

হবু বরের পিতা জাকের আহমদ বলেন, আমার ছেলের সাথে তার বিয়ে সম্পন্ন করতে আনুষ্ঠানিকতা চলাকালীন মেহেদী অনুষ্ঠানের রাতে রাকিব নামে এক ছেলে এসে মেয়ের প্রেমের সম্পর্ক আছে বলে কিছু ভিডিও ও ছবি দেখান, যার কারণে আমরা তাকে আটকে রেখেছি। আর বিয়ে ভেঙে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে সংক্রান্তে আমার অন্তত ৭ লাখ টাকা খরচ হয়েছে।  বিষয়টি সমাধান করতে কনের পক্ষকে খবর দিয়েছি কিন্তু তারা আসেনাই। এ সময় বিয়ে উপলক্ষে খরচ হওয়া টাকার ক্ষতিপূরণ দাবি করেন জাকের আহমদ ও তার পরিবার।

অপরদিকে কনের মা বলেন, এতো কিছুর আয়োজন করেছি, এরই মধ্যে রাকিব নামে এক বখাটের সাথে আমার মেয়ের প্রেমের সম্পর্ক আছে বলে ছেলের পক্ষের লোকজন বিয়ে ভেঙে
দেয়ার সিদ্ধান্ত নেয়ার খবর শুনে আমার বিষপান করে ফেলেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়