জাকির হোসেন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও): একদিকে প্রচন্ড খরতাপ অন্যদিক বিদ্যুতের অসহনীয় লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে পড়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের সাধারণ মানুষ। ঘন্টায় ঘন্টায় বিদ্যুতের আসা-যাওয়ার লুকোচুরি খেলায় চরম বেকায়দায় পড়েছেন এই উপজেলার মানুষজন।
বিদ্যুৎ বিভাগ বলছেন ইউক্রেন যুদ্ধের প্রভাব আত্মর্জাতিক বাজারে গ্যাস ও তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ উৎপাদনে খানিকটা ব্যাহত হচ্ছে। সেই সাথে তাদের দাবি দিনাজপুর জেলার ফুলবাড়ীতে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ প্রকল্পের মেসিন ত্রুটির কারণেও এই ঘন ঘন লোডশেডিং।
বেশ কিছুদিন ধরেই ঠাকুরগাঁও জেলায় এমন প্রচন্ড খরতাপ বিরাজ করছে। এ কারণে ভ্যাপসা গরমে মানুষের জীবন অতিষ্ট হয়ে পড়েছে। অপরদিকে গত কয়েকদিন ধরে বাড়ছে লোডশেডিং। ঘন্টায় ঘণ্টায় লোডশেডিং এর কারনে মিল কারখানায় ঠিকমতো কাজ পরিচালিত হচ্ছে না।। শ্রমিকরা কাজে আসলেও বিদ্যুতের অভাবে শ্রমিকদের বসে থাকতে হচ্ছে। অপরদিকে সন্ধ্যার পর এ অবস্থা আরো কঠিন আকার ধারণ করে।
ঠাকুরগাঁও জেলা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছেন- ঠাকুরগাঁও জেলার মধ্যে রাত ও দিন ১০২ মেগাওয়ার্ট করে বিদ্যুতের চাহিদা থাকলেও তা সর্ম্পূণ পাওয়া যাচ্ছেনা। চাহিদা মেটাতে দিনে ও রাতে প্রায় ৩৫% লোডশেডিং দেয়া হচ্ছে। অপরদিকে পল্লী বিদ্যুৎ সমিতি কতৃপক্ষ বলছেন,জেলায় বিদ্যুতের চাহিদা প্রায় ১০২ মেগাওয়াট। সরবরাহ মিলছে মাত্র ৮৭ মেগাওয়াট। চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম পাওয়ায় লোডশেডিং দেয়া হচ্ছে।