শিরোনাম
◈ পাঁচ ব্যাংককে ঋণ গ্যারান্টি দেবে বাংলাদেশ ব্যাংক ◈ বঙ্গোপসাগরে নিম্নচাপ, ভারী বৃষ্টিপাতের আভাস ◈ সভাপতির পর এবার ঢাবি শিবিরের সেক্রেটারির পরিচয় প্রকাশ ◈ ‘মুরুব্বি মুরুব্বি উঁহু’ বলায় গরম পানিতে ঝলসে দেওয়া হলো কিশোরীকে ◈ (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার  ◈ ‘গান গেয়ে গেয়ে’এক যুবককে মারছেন তরুণেরা, পরে লাশ উদ্ধার ◈ খাবারে জ্যান্ত ইঁদুর, জরুরি অবতরণ ফ্লাইটের ◈ প্রশাসনের আশ্বাসে ৩৬ ঘণ্টা পর রাঙামাটির পরিবহন ধর্মঘট প্রত্যাহার ◈ আমাকে ৫ দিন র‍্যাব হেডকোয়ার্টারে আটকে রাখে, মারধর ও গালিগালাজ করেছে : ডা. ঈশিতা (ভিডিও) ◈ ২ দিন আগে কি ছিল, এখন হাজার কোটি টাকার মালিক : উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন (ভিডিও)

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০৩ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ০২:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে বাস টার্মিনালের দখল নিয়ে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ (ভিডিও)

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও বন্ধন পরিবহণ দখল নিয়ে বিএনপির স্থানীয় দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে উভয়পক্ষের ১২ জন। আর ৭ জনকে আটক করেছে পুলিশ। 

স্থানীয়দের বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, দুপুরে বাস টার্মিনালে যায় চারদলীয় জোট সরকারের আমলে র‌্যাবের হাতে ক্রসফায়ারে নিহত যুবদল নেতা মমিনউল্লাহ ডেবিডের ভাই ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব উল্লাহ তপন ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন রানার নেতৃত্বে একটি গ্রুপ।

তারা যাত্রীবাহী বন্ধন বাসসহ কাউন্টার দখলে নেয়। খবর পেয়ে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বর্তমানে হত্যা মামলায় কারাগারে থাকা জাকির খানের গ্রুপ লোকজন বাসস্ট্যান্ডে গেলে তাদের বাধা দেয়। এসময় দুগ্রুপের মধ্যে বাকবিণ্ডার একপর্যায়ে ধাওয়া–পাল্টা ধাওয়ায় ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।  এ সময় সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

নজরুল ইসলাম আরও জানান, খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। শান্তি–শৃঙ্খলা বজায় রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের ব্যবস্থা নেবে। এ বিষয়ে সকলকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

বাস মালিকদের দাবি, নিয়ম মেনে ব্যবসা করছে তারা। এখন ক্ষমতা বদল হওয়ায় রাজনৈতিক নেতারা পরিবহন ব্যবসা দখল করতে আসছে। ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা দাবি করেন তারা। সূত্র : ইনডিপেনডেন্ট টেলিভিশন

  • সর্বশেষ
  • জনপ্রিয়