শিরোনাম
◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ সাগর-রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে: হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ বিরলে কৃষক ভবেশের মৃত্যুর ৪ দিন পর থানায় হত্যা মামলা ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি! ◈ বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৪২ বিকাল
আপডেট : ১৬ মার্চ, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে অস্ত্রের মুখে জিম্মি করে গোয়াল ঘর থেকে তিন গরু লুট

আবু মুত্তালিব মতি. আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহারে গৃহকর্তার গলায় ছুরি ধরে মুখ চোখ বেধে জিম্মি করে তার গোয়াল ঘর থেকে তিনটি গাভি গরু লুট করে পিক-আপ ভ্যান যোগে নিয়ে গেছে ডাকাতদল। 

গতকাল রোববার (২২ সেপ্টেম্বর) ভোর রাতে আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার কোমল দোগাছি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন চুরি হওয়া গরুর মালিক মনজুরুল ইসলাম মনজু।

জানা যায়, রোববার ভোর রাতে সান্তাহার পৌরসভার কোমল দোগাছি গ্রামের কৃষক মনজুরুল ইসলাম মনজু ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে যাবার জন্য তার বাড়ির মুল গেট খোলার সাথে সাথে ৭/৮ জনের একদল ডাকাত তার গলায় ছুরি ধরে হাত ও মুখ বেধে জিম্মি করে তার গোয়াল ঘর থেকে তিনটি গাভি গরু লুট করে তাদের রেখে যাওয়া পিক-আপ ভ্যানে গরু তিনটি তুলে নিয়ে যায়। 

ভুক্তভোগী কৃষক মনজুরুল ইসলাম জানান, চুরি যাওয়া তিনটি গরুর বর্তমান বাজার মূল্যে প্রায় তিন লক্ষাধিক টাকা। এ চুরি ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
আদমদীঘি থানার উপ পরিদর্শক তরিকুল ইসলাম অভিযোগ পাওয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরাই গরু উদ্ধারসহ চোরদের গ্রেফতারে বিভিন্ন স্থানে নজরদারিতে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়