শিরোনাম
◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ সাগর-রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে: হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ বিরলে কৃষক ভবেশের মৃত্যুর ৪ দিন পর থানায় হত্যা মামলা ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি! ◈ বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৪২ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগৈলঝাড়ায় খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরন বন্ধ করে দিয়েছে বিএনপি নেতারা

বরুন কুমার বাড়ৈ, আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় সরকারের দেওয়া খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণ বন্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। 


স্থানীয় সূত্রে জানা গেছে, দেশের হত দরিদ্রের মাঝে ১৫ টাকা কেজি দরে সরকারের দেওয়া খাদ্য বান্ধব কর্মসূচীর চাল সুবিধাভোগীদের মাঝে বিতরণ করা হয়। প্রতি সুবিধাভোগী কার্ডধারী ১৫ টাকা কেজি দরে বছরের ৫ মাসে ১শত ৫০ কেজি চাল পায়।

রোববার উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য ও রাজিহার ইউনিয়নের রামানন্দের আঁক গ্রামের স্বপন বাড়ৈ খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার হিসেবে রাজিহার, বাটরা, রামানন্দের আঁক, বাহাদুপুর গ্রামের ৪ শত ১৫টি কার্ডের চাল সুবিধাভোগীদের মাঝে বিতরন শুরু করেন।  এসময় ইউনিয়ন বিএনপি সদস্য সুভাষ মন্ডলের নেতৃত্বে ৫-৬ জনের একটি দল গিয়ে ১৫ থেকে ২০টি কার্ডের চাল বিতরণ বন্ধ করে দেন। 

বিএনপি নেতাদের দাবী তারা আওয়ামী লীগ দলীয় ও বিদ্যালয়ের শিক্ষক হওয়ায় তাদের চাল বিতরণ বন্ধ রাখা হয়েছে। ডিলার ও সুবিধাভোগীরা বিএনপি নেতাদের অনুরোধ করার পরেও কার্ডধারী দরিদ্রের মাঝে চাল বিতরণ করা হয়নি। তারা চাল ছাড়াই বাড়ি ফিরে যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন জানান, বিষয়টি আমার জানা নেই। জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এব্যাপারে ইউনিয়ন বিএনপি সদস্য সুভাষ মন্ডল বলেন, যাদের চাল দেওয়া বন্ধ করা হয়েছে তারা স্বচ্ছল ও আওয়ামীলীগ পরিবার হওয়ায় তাদের চাল দেওয়া
হয়নি। চাল বিতরনের ডিলার স্বপন বাড়ৈ জানান, কয়েকজন লোক এসে ১৫-২০টি কার্ডের চাল বিতরণ বন্ধ করে দেয়। আমি ট্যাগ অফিসার ও ইউনিয়ন
চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছি। চাল না দেওয়ার ঘটনাটি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদারকে জানানো হলে সে বলেন, তাদের এই
কাজটি করা ঠিক হয়নি।

এব্যাপারে রাজিহার ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপজেলা একাডেমীক সুপারভাইজার প্রান কুমার ঘটক সাংবাদিকদের বলেন, কার্ডধারীদের মাঝে
চাল বিতরণ না করা ঠিক হয়নি। যারা চাল পায়নি তাদেরও চাল দেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন জানান, বিষয়টি আমার
জানা নেই। জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়