শিরোনাম
◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ সাগর-রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে: হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ বিরলে কৃষক ভবেশের মৃত্যুর ৪ দিন পর থানায় হত্যা মামলা ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি! ◈ বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৪, ১১:২৩ রাত
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

জিয়াবুল হক, টেকনাফ : কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন শাহপরীরদ্বীপের ডাংগর পাড়া এলাকার একটি বাড়ির পাশে শিশুর (৭) বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে।

২১ সেপ্টেম্বর শনিবার সকাল (৯ টার) দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ডাংগর পাড়া এলাকায় খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয়। শনিবার রাত ৮ টায় শাহপরীরদ্বীপ ডাংগর পাড়া এলাকার পাশের বাড়ির সামনে  লাশটি উদ্ধার করে পুলিশ।

মৃত শিশুটি টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ ডাংগর পাড়া এলাকার মোঃ জলিলের মেয়ে তাহমিনা আক্তার ( ৭)। স্থানীয়দের সুত্রে জানা যায়, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ডাংগর পাড়া এলাকায় সকাল ৯ টার দিকে খেলাধুলা করতে গিয়ে হারিয়ে যায় তাহমিনা। অনেক খোঁজাখুঁজির করে না পেয়ে বিষয়টি পুলিশকে অবগত করা হয়েছে। এরপর ১১ ঘন্টা পর  রাত ৮ টার দিকে কয়েকজন যুবক বস্তা দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে শিশুটির লাশ উদ্ধার করে।

এব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপের তাংগর পাড়া এলাকায় বস্তাবন্দি অবস্থায় এক শিশুর  লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়