শিরোনাম
◈ কোচ গি‌লে‌স্পি ও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের দ্বন্দ্ব আইসিসি পর্যন্ত গড়ালো ◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:২৮ বিকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে বন্যায় বেড়েছে পানিবাহিত রোগ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে ভয়াবহ বন্যার পানি কমে গেলেও জলাবদ্ধতায় জেলার সদর, বেগমগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়ি ও চাটখিল উপজেলায় এখনো কয়েক লাখ মানুষ পানিবন্দি রয়েছে। বন্যা ও জলাবদ্ধতার কারণে শৌচাগার, ড্রেন, পুকুর ও খাল-বিলের পানি এক
সঙ্গে মিশে একাকার হয়ে গেছে। যার কারণে জেলায় ডায়রিয়া’সহ পানিবাহিত রোগের প্রকোপ বেড়ে গেছে। 

বন্যারকবলে জেলার সরকারি হাসপাতাল’সহ বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে রোগীর চাপ বেড়ে গেছে, যা সামাল
দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তার ও নার্সরা। বন্যার শুরু থেকে জেলার ৮টি উপজেলার বন্যাকবলিত এলাকায় পানিবাহিত রোগে
আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান এবং ত্রাণ সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের মান্নান নগর দারুল উলুম দাখিল মাদ্রাসায় ভোরের কাগজ পত্রিকার নোয়াখালী প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ সোহেল এর সমন্বয়ে ব্র্যাক আয়োজিত মেডিকেল ক্যাম্পে ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে
চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্পে ব্র্যাক বিএইচপি-টিবি প্রোগ্রাম নোয়াখালী সদর উপজেলার প্রোগ্রাম অফিসার ফারজানা ইসলাম, ব্র্যাক ইমারজেন্সি রেসপন্স
মেডিকেল টিমের মেডিকেল অফিসার ফাহিমুল ইসলাম’সহ ব্র্যাক ইমারজেন্সি রেসপন্স মেডিকেল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
ব্র‍্যাক নোয়াখালীর জেলা সমন্বয়ক মো: নুরুজ্জামান বলেন, নোয়াখালী জেলায়ভয়াবহ বন্যায় মানুষের খাাদ্য সংকট এবং ডায়রিয়া’সহ পানিবাহিত
রোগের প্রকোপ বেড়ে গেছে। বন্যার শুরু থেকেই এসব বানভাসি মানুষের মাঝে ব্র্যাকের পক্ষ থেকে ১৬ হাজার ৮৩৩ প্যাকেট শুকনো ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। পশুখাদ্য বিতরণ করা হয়েছে ৩০০ প্যাকেট। এছাড়া পানিবাহিত রোগে আক্রান্ত প্রায় ১৭ হাজার ৭৯২জন রোগীকে ১৩৩টি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়