শিরোনাম
◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি! ◈ বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ ◈ টেকনাফে চেকপোস্টে পুলিশের ওপর হামলা, আহত ৩ ◈ বার্নলির কা‌ছে হে‌রে  প্রিমিয়ার লিগে খেলার সুযোগ হারালো হামজার শে‌ফিল্ড ইউনাই‌টেড ◈ অস্থির সময়ে স্বর্ণে বিনিয়োগ কর‌ছে কারা, ক‌তোটা বুদ্ধিমানের কাজ? ◈ দুই ক্রিকেট ধারাভষ্যাকার আইপিএলে নিষিদ্ধ হচ্ছেন! ◈ আই‌পিএল, গুজরাটের কাছে পাত্তাই পেলো না কলকাতা নাইটরাইডার্স ◈ কাতারে পৌঁছেছেন ড. ইউনূস, পেলেন লালগালিচা সংবর্ধনা

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:২৮ বিকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে বন্যায় বেড়েছে পানিবাহিত রোগ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে ভয়াবহ বন্যার পানি কমে গেলেও জলাবদ্ধতায় জেলার সদর, বেগমগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়ি ও চাটখিল উপজেলায় এখনো কয়েক লাখ মানুষ পানিবন্দি রয়েছে। বন্যা ও জলাবদ্ধতার কারণে শৌচাগার, ড্রেন, পুকুর ও খাল-বিলের পানি এক
সঙ্গে মিশে একাকার হয়ে গেছে। যার কারণে জেলায় ডায়রিয়া’সহ পানিবাহিত রোগের প্রকোপ বেড়ে গেছে। 

বন্যারকবলে জেলার সরকারি হাসপাতাল’সহ বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে রোগীর চাপ বেড়ে গেছে, যা সামাল
দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তার ও নার্সরা। বন্যার শুরু থেকে জেলার ৮টি উপজেলার বন্যাকবলিত এলাকায় পানিবাহিত রোগে
আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান এবং ত্রাণ সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের মান্নান নগর দারুল উলুম দাখিল মাদ্রাসায় ভোরের কাগজ পত্রিকার নোয়াখালী প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ সোহেল এর সমন্বয়ে ব্র্যাক আয়োজিত মেডিকেল ক্যাম্পে ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে
চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্পে ব্র্যাক বিএইচপি-টিবি প্রোগ্রাম নোয়াখালী সদর উপজেলার প্রোগ্রাম অফিসার ফারজানা ইসলাম, ব্র্যাক ইমারজেন্সি রেসপন্স
মেডিকেল টিমের মেডিকেল অফিসার ফাহিমুল ইসলাম’সহ ব্র্যাক ইমারজেন্সি রেসপন্স মেডিকেল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
ব্র‍্যাক নোয়াখালীর জেলা সমন্বয়ক মো: নুরুজ্জামান বলেন, নোয়াখালী জেলায়ভয়াবহ বন্যায় মানুষের খাাদ্য সংকট এবং ডায়রিয়া’সহ পানিবাহিত
রোগের প্রকোপ বেড়ে গেছে। বন্যার শুরু থেকেই এসব বানভাসি মানুষের মাঝে ব্র্যাকের পক্ষ থেকে ১৬ হাজার ৮৩৩ প্যাকেট শুকনো ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। পশুখাদ্য বিতরণ করা হয়েছে ৩০০ প্যাকেট। এছাড়া পানিবাহিত রোগে আক্রান্ত প্রায় ১৭ হাজার ৭৯২জন রোগীকে ১৩৩টি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়