শিরোনাম
◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ সাগর-রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে: হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ বিরলে কৃষক ভবেশের মৃত্যুর ৪ দিন পর থানায় হত্যা মামলা ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি! ◈ বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:৪৯ দুপুর
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৫ বছর একটা সরকার জনগণের অধিকার দেয় নাই: আব্দুল হালিম

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেছেন, রাজনীতি হবে মানুষের কল্যাণের জন্য। রাজনীতি মানে চাঁদাবাজি নয়, রাজনীতি হচ্ছে মানুষের মুক্তির জন্য, রাজনীতি হচ্ছে মানুষের সেবার জন্য। রাজনীতি দখলদারিত্বের জন্য নয়। জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি, দখলদারিত্ব, ঘুষ বাণিজ্য ও দুর্নীতি থাকবে না। সকল মানুষ নিজেদের অধিকার ফিরে পাবে। 

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ইং, বিকেলে রাজনগর সরকারী কলেজ মাঠে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে এ উপলক্ষে আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

এ সময় উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মধ্যে গৃহ নির্মাণ সামগ্রী হিসেবে ৭২ বান ঢেউটিন, ২৫০টি ঘরের খুটি পিলার ও লোহাসহ ২০ লক্ষ টাকার গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়।


জেনারেল আব্দুল হালিম প্রধান অতিথির বক্তব্যে বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে বলেন, গত ১৫ বছর একটা সরকার জনগণের অধিকার দেয় নাই। মেধাবীরা চাকরি পায় নাই, দলের নেতারা শুধু চাকরি পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সিট পায় না, ওখানেও চাঁদাবাজি চলে। জামায়াত ক্ষমতায় গেলে মেধা, যোগ্যতা, সততা অনুযায়ী চাকরি পাবে। এখানে কোন বৈষম্য থাকবে না। যেই দলের হোক, যেই গ্রামের হোক, যেই ধর্মের হোক, মেধা, যোগ্যতা অনুসারে চাকরি হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়