শিরোনাম
◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি! ◈ বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ ◈ টেকনাফে চেকপোস্টে পুলিশের ওপর হামলা, আহত ৩ ◈ বার্নলির কা‌ছে হে‌রে  প্রিমিয়ার লিগে খেলার সুযোগ হারালো হামজার শে‌ফিল্ড ইউনাই‌টেড ◈ অস্থির সময়ে স্বর্ণে বিনিয়োগ কর‌ছে কারা, ক‌তোটা বুদ্ধিমানের কাজ? ◈ দুই ক্রিকেট ধারাভষ্যাকার আইপিএলে নিষিদ্ধ হচ্ছেন! ◈ আই‌পিএল, গুজরাটের কাছে পাত্তাই পেলো না কলকাতা নাইটরাইডার্স ◈ কাতারে পৌঁছেছেন ড. ইউনূস, পেলেন লালগালিচা সংবর্ধনা

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৪, ০২:২৭ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার কুমিল্লায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

শাহাজাদা এমরান,কুমিল্লা : কুমিল্লার লাকসাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উত্তরকূল গ্রামের আবদুর রহিম (৫২)নামের এক ব‍্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত আবদুর রহিম ঐ গ্রামের মৃত কালা মিয়ার ছেলে। লাকসাম থানা পুলিশ শুক্রবার (২০সেপ্টেম্বর) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজহাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় লাকসাম থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে এলাকার কিছু লোকজন মাদকসহ আবদুর রহিমকে আটক করে। এ সময় তিনি তাঁদের ছুরিকাহতের চেষ্টা চালায়। এতে লোকজন ক্ষিপ্ত হয়ে তাঁকে গনপিটুনিতে দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এলাকাবাসী আরো জানান, আবদুর রহিম একজন চিহ্নিত মাদকব্যবসায়ী। অনেক বছর ধরে তিনি এলাকায় মাদকের ব‍্যবসা করে আসছেন। তার বিরুদ্ধে লাকসাম থানায় একাধিক মামলাও রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, গত ৬ আগষ্ট পাশবর্তী সাতবাড়িয়া গ্রামের মমিন আলীর ছেলে রুবেল নামে আরেক মাদক ব‍্যবসায়ী আবদুর রহিমের হাতেই খুন হয়েছে। মাদক ব‍্যবসার ভাগবাটোরা নিয়ে এ খুনের ঘটনা ঘটেছে। তবে ওই ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। স্থানীয় ভাবে শালিস বৈঠকের মাধ্যমে আবদুর রহিমের ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। কিছুদিন আগে তিনি জরিমানার একলাখ টাকা পরিশোধও করেছেন। তবুও তাঁকে মাদক ব্যবসা থেকে এলাকার লোকজন ফেরাতে পারেনি।

নিহত আবদুর রহিমের স্ত্রীর দাবি, জায়গা সম্পত্তির বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তাঁর স্বামীকে হত‍্যা করা হয়েছে। তার অভিযোগ, ঘটনার দিন রাত অনুমান দেড়টার দিকে আবদুর রহিম লাকসাম বাজার থেকে একটি সিএনজি চালিত অটোরিক্সায় এসে বাড়ির সামনে নামেন। ওই সময় আগে থেকেই সেখানে ওঁৎ পেতে থাকা কতিপয় দুর্বৃত্ব হঠাৎ তাঁকে ধাওয়া করে। এ সময় তিনি কোনো কিছু বুঝে ওঠতে না পেরে প্রাণ ভয়ে দৌঁড়ে তাঁর একটি মুরগির খামারে গিয়ে আশ্রয় নেন। সেখান থেকে দুর্বৃত্তরা তাঁকে ধরে নিয়ে একটি ঘরে আটকে রেখে লাঠি দিয়ে বেধড়ক পিটায়। একপর্যায়ে তিনি প্রাণ বাঁচাতে পানিতে ঝাঁপ দেন। কিন্তু প্রাণে আর বাঁচতে পারলো না। সেখান থেকে তুলে এনে তাঁকে নির্মমভাবে পিটিয়ে হত‍্যা করে দুর্বৃত্বরা।

লাকসাম থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, পুলিশ ঘটনাস্থল  থেকে লাশ উদ্ধার করেছে শুক্রবার (২০ সেপ্টেম্বর) ময়নাতদন্তের জন‍্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিতের স্ত্রী পারভীন আক্তার আটজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। হত্যাকান্ডের বিষয়টি তদন্ত করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়