শিরোনাম
◈ কোচ গি‌লে‌স্পি ও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের দ্বন্দ্ব আইসিসি পর্যন্ত গড়ালো ◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৪, ০১:০৩ দুপুর
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাজিতপুরের সাবেক পৌর মেয়রের বিরুদ্ধে দুদকের মামলা

ফারুকুজ্জামান,কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন আশরাফের বিরুদ্ধে ৩ কোটি ৬৪ লাখ ৪২ হাজার ৪৮৮ টাকার সম্পদের তথ্য গোপন করায় দুদকে মামলা হয়েছে।

গত বৃহস্পতিবার  দুদক প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. জাবেদ হোসেন সজল মামলাটি দায়ের করেন। মামলায় ৫ কোটি ৯২ লাখ ৩৮ হাজার ৮৩৮ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগও আনা হয়। কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক মো. সালাহ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাজিতপুর পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন আশরাফ ২০১২-২০১৩ করবর্ষ হতে ২০২৩-২০২৪ করবর্ষ পর্যন্ত দাখিলকৃত আয়কর রিটার্নে তার ব্যবসা প্রতিষ্ঠানের আয় ও মেয়র হিসেবে প্রাপ্ত সম্মানী ও বিগত দিনের সঞ্চয়সহ মোট ২ কোটি ৭ লাখ ২৬ হাজার ১০০ টাকা আয় এবং পারিবারিক ও অন্যান্য খাতে মোট ৬০ লাখ ২৭ হাজার ৯৫০ টাকা ব্যয় দেখিয়েছেন। 

দুর্নীতি দমন কমিশনের সম্পদ বিবরণী ফরম মূলে সম্পদ বিবরণী দাখিলের একদিন আগে তার বড় ভাই আফজাল হোসেনের কাছ থেকে জনতা ব্যাংক রমনা কর্পোরেট শাখার চলতি হিসাবের মাধ্যমে ৫০ লাখ টাকা ঋণ গ্রহণ করেন। উল্লিখিত ঋণ বাদে তার নীট সম্পদের মূল্য ৭ কোটি ৯৯ লাখ ৬৪ হাজার ৯৩৮ টাকা। এক্ষেত্রে ৫ কোটি ৯২ লাখ ৩৮ হাজার ৮৩৮ টাকার সম্পদের বিপরিতে বৈধ আয়ের কোনো উৎস পাওয়া যায়নি।  দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) ধারা ও ২৭(১) ধারায় মামলাটি দায়ের করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়