শিরোনাম
◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ সাগর-রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে: হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ বিরলে কৃষক ভবেশের মৃত্যুর ৪ দিন পর থানায় হত্যা মামলা ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি! ◈ বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫৯ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কের তালিকা দ্রুত জমা দেওয়ার নির্দেশ

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি:  স্মরণকালের ভয়াবহ বন্যায় লক্ষ্মীপুরে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সংস্কারসহ উন্নয়ন নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেছেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের যুগ্মসচিব কামরুল হাসান মাহমুদ। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কের তালিকা দ্রুত জমা দেওয়ার নির্দেশ দেন তিনি।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর সার্কিট হাউজে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার,  অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পদ্মাসন সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইউনুস মিয়া, ঠিকাদার আজিজুল করিম বাচ্চু প্রমুখ।

মতবিনিময় সভায় বন্যায় লক্ষ্মীপুর জেলা অভ্যন্তরীণ সড়কগুলো ক্ষতির বিষয় তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। একইসঙ্গে লক্ষ্মীপুর-আলেকজান্ডার ও সোনাপুর সড়ক প্রশস্তকরণে গুরুত্ব তুলে মতামত দেন সভায় উপস্থিত কর্মকর্তা ও ঠিকাদাররা। এর পরিপ্রেক্ষিতে দ্রুত ক্ষতিগ্রস্ত সড়কের তালিকা করে মন্ত্রণালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ দেন যুগ্মসচিব কামরুল হাসান মাহমুদ। এছাড়া নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তা থেকে লক্ষ্মীপুর বাসটার্মিনাল সড়কটি চার লেনে উন্নীতকরণ প্রকল্পের বরাদ্দ বাস্তবায়নে কাজ করবেন বলেও জানান তিনি।

প্রসঙ্গত, লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্বাঞ্চল, রামগতি ও কমলনগর উপজেলার ভুলয়া নদী এলাকা এখনো পানিবন্দি। লক্ষ্মীপুর জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় আঞ্চলিক ও অভ্যন্তরীণ সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়