শিরোনাম

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৫২ রাত
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে থেকে অস্ত্র ও গুলিসহ আরসা কমান্ডার গ্রেপ্তার

কায়সার হামিদ মানিক, উখিয়া,কক্সবাজার : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ৮ এপিবিএনের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে একটি জি থ্রি রাইফেল ও ১০ রাউন্ড বুলেটসহ নুরুল ইসলাম নামের এক আরসার কমান্ডারকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তার নুরুল ইসলাম(৪৫)১৩ নম্বর ক্যাম্পের এ ব্লকের গুলা হোসেনের ছেলে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৫ টার দিকে উখিয়া পালংখালী ক্যাম্প-১৩ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২০সেপ্টেম্বর) সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন, ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর।

তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সকালে ১৩ নম্বর ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি জি থ্রি রাইফেল ও ১০টি গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, নুরুল ইসলাম আরসার কমান্ডার হিসেবে রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।তার বিরুদ্ধে উখিয়া থানায় এজাহার দায়ের পূর্বক থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়