শিরোনাম
◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় ◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ বিরলে কৃষক ভবেশের মৃত্যুর ৪ দিন পর থানায় হত্যা মামলা ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও)

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০১:০৮ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুর বাবা-ছেলের জানাজা হলো একসঙ্গে, দাফন পাশাপাশি

সনত চক্র বর্ত্তী ফরিদপুর : ফরিদপুরের আলফাডাঙ্গায় তিন ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে পৌর এলাকার মিঠাপুর দক্ষিণপাড়া এলাকায়।শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় পৌর এলাকার মিঠাপুর দারুস সুন্নাহ মাদ্রাসা প্রাঙ্গণে বাবা ও ছেলের জানাজা নামাজ একসঙ্গে অনুষ্ঠিত হয়েছে।
 
পরে মাদ্রাসার পাশে সামাজিক কবরস্থানে বাবা-ছেলেকে পাশাপাশি দাফন করা হয়। জানাজার শুরুতে বীর মুক্তিযোদ্ধা বাবাকে গার্ড অব অনার দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীনের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, আলফাডাঙ্গা পৌর এলাকার কুসুমদি দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা নজরুল ইসলামের বড় ছেলে মোহাম্মদ শরিফুল ইসলাম ডিএমপিতে কর্মরত পুলিশের উপপরিদর্শক (এসআই)। বৃদ্ধ নজরুল ইসলাম বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত কয়েকদিন তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। পরে বাবার অসুস্থতার খবর পেয়ে পাঁচ দিনের ছুটি নিয়ে বাড়িতে আসার পথে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ছেলে শরিফুল ইসলামের মৃত্যু হয়। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার বামনকান্দা নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই ছেলের মৃত্যু হয়। এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে তিনঘণ্টা পরে অসুস্থ বাবা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
 
বাবা-ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়