শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:৫৮ রাত
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লার সাবেক এমপি নজরুলের দুর্নীতি অনুসন্ধানে দুদক

শাহাজাদা এমরান,কুমিল্লা : ক্ষমতার অপব্যবহার, নানাবিধ অনিয়ম-দুর্নীতির মাধ্যমে নিজ ও আত্মীয়-স্বজনের নামে বিপুল পরিমাণ  অবৈধ সম্পদ অর্জন করায় কুমিল্লা-৮ আসনের সাবেক এমপি নাছিমুল আলম চৌধুরীর (নজরুল) বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদকের গোয়েন্দা অনুসন্ধানে তাদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর কমিশন থেকে অনুমোদন দেওয়া হয়েছে। সংস্থাটির জনসংযোগ দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

কুমিল্লা-৮ আসনের সাবেক সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরীর (নজরুল) বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তথ্যানুসন্ধানকালে তার নিজ নামে বিজে জিও টেক্সটাইল লি. নামের কোম্পানিতে ১ কোটি ৫৭ লাখ ৭৫
হাজার টাকা বিনিয়োগ: ঢাকার বনানী ডিওএইচএস ও নিকুঞ্জে ২টি ফ্ল্যাট; কুমিল্লার বরুড়া বাজারে প্রায় ১৭টি দোকান; কুমিল্লা সদরে ঠাকুরবাড়ি ও ঝাউতলায় ২টি বহুতল বাড়ি; এছাড়া নামে- বেনামে প্রায় ৪৫০ শতাংশ জমির মালিকানা রয়েছে বলে জানা গেছে। অবৈধভাবে অর্জিত জ্ঞাত-আয় বর্হিভূত সম্পদের গোয়েন্দা তথ্য পাওয়া যাওয়ায় কমিশন থেকে প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এই বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সাবেক সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরীর (নজরুল) কে একাধিকবার কল করেও পাওয়া যায়নি। উল্লেখ্য, নাছিমুল আলম চৌধুরী নজরুল নবম জাতীয় সংসদ নির্বাচন (২০০৮) প্রথমবার ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন (২০১৮) তে দ্বিতীয়বার নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের
সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়