শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:৫৫ রাত
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে পুলিশ ছেলের মৃত্যুর খবরে বাবার মৃত্যু

সনত চক্র বর্ত্তী ফরিদপুর :ফরিদপুরের ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ডিএমপিতে কর্মরত পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শরিফুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। এদিকে, ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বামনকান্দা নামক স্থানে এ ঘটনা ঘটে। শরিফুল ইসলাম গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সাতাশিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শরিফুল ইসলাম তার বাবার অসুস্থতার খবর পেয়ে পাঁচ দিনের ছুটি নিয়ে বাড়িতে যাচ্ছিলেন পথিমধ্যে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে ভাঙ্গা উপজেলার বামনকান্দা নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে নিহত হন। ছেলের মৃত্যুর খবর শুনে বাবা নজরুল ইসলামের মৃত্যু হয়েছে।

এর সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এম এ নোমান বলেন, শরিফুল ইসলাম তার বাবার অসুস্থতার খবর পেয়ে পাঁচ দিনের ছুটি নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন পথিমধ্যে ভাঙ্গা-ঢাকা ভাঙ্গা উপজেলার বামনকান্দা নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়