শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:২২ বিকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিম সিদ্ধ করতে গিয়ে বাড়িতে আগুন, কয়েক লাখ টাকার ক্ষতি

ঈশ্বরদী (পাবনা) থেকে: পাবনার ঈশ্বরদীতে বৈদ্যুতিক পাত্রে ডিম সিদ্ধ করার সময় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় কয়েক লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে।

বুধবার সকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী মাথালপাড়া গ্রামের আফজাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক পাত্রে ডিম সিদ্ধ করতে দিয়ে ভুলবশত সেটি চালু অবস্থায় ফেলে রেখে অন্য কাজে ব্যস্ত ছিলেন আফজালের স্ত্রী। কিছু সময় পর বৈদ্যুতিক পাত্র অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যায় এবং আগুন দ্রুত বাড়ির অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পাঁচটি ঘরসহ ভেতরের আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রীসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র পুড়ে যায়। ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লাখ টাকার মতো বলে ধারণা করা হচ্ছে।

ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আমিরুল ইসলাম জানান, ‘ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সময় বাড়ির সদস্যরা নিরাপদে বাইরে চলে আসতে পারলেও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।’

তিনি আরও বলেন, ‘বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারের সময় সতর্ক না থাকলে এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়