শিরোনাম
◈ শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে ফার্স্টপোস্টকে দেওয়া সাক্ষাতকারে যা বললেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ◈ শ্রীলঙ্কা নারী দলের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে সিরিজ জিতলো বাংলাদেশ ◈ যে কারণে কোটি কোটি জিমেইল বন্ধ হচ্ছে ২০ সেপ্টেম্বর ! ◈ কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারী কলেজ শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র, আহত ৭ ◈ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার মানে অন্যরা কাজ করছে না: মির্জা ফখরুল ◈ ঢাবিতে তোফাজ্জলকে নির্যাতন করে হত্যা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া সৌদি স্বীকৃতি দেবে নাইসরাইলকে ◈ জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে বাংলাদেশ এবার ১১ ধাপ এগিয়ে ◈ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্ল্যাহ গ্রেপ্তার ◈ নির্বাচন নিয়ে বিএনপির শীর্ষ পর্যায়ে মিশ্র বার্তা কেন ?

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:২২ বিকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিম সিদ্ধ করতে গিয়ে বাড়িতে আগুন, কয়েক লাখ টাকার ক্ষতি

ঈশ্বরদী (পাবনা) থেকে: পাবনার ঈশ্বরদীতে বৈদ্যুতিক পাত্রে ডিম সিদ্ধ করার সময় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় কয়েক লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে।

বুধবার সকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী মাথালপাড়া গ্রামের আফজাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক পাত্রে ডিম সিদ্ধ করতে দিয়ে ভুলবশত সেটি চালু অবস্থায় ফেলে রেখে অন্য কাজে ব্যস্ত ছিলেন আফজালের স্ত্রী। কিছু সময় পর বৈদ্যুতিক পাত্র অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যায় এবং আগুন দ্রুত বাড়ির অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পাঁচটি ঘরসহ ভেতরের আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রীসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র পুড়ে যায়। ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লাখ টাকার মতো বলে ধারণা করা হচ্ছে।

ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আমিরুল ইসলাম জানান, ‘ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সময় বাড়ির সদস্যরা নিরাপদে বাইরে চলে আসতে পারলেও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।’

তিনি আরও বলেন, ‘বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারের সময় সতর্ক না থাকলে এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়