শিরোনাম
◈ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া সৌদি স্বীকৃতি দেবে নাইসরাইলকে ◈ জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে বাংলাদেশ এবার ১১ ধাপ এগিয়ে ◈ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্ল্যাহ গ্রেপ্তার ◈ নির্বাচন নিয়ে বিএনপির শীর্ষ পর্যায়ে মিশ্র বার্তা কেন ? ◈ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আফগানিস্তানের ইতিহাস ◈ গিটেন্সের জোড়া গোল, শুভ সূচনা বরুসিয়া ডর্টমুন্ডের ◈ নারী বিশ্বকাপে কোনো ম্যাচ না জিতলেও দল পাবে ১ কোটি ৩৪ লাখ টাকা ◈ পিটিয়ে হত্যার আগে তোফাজ্জলকে ভাত খেতে দিয়েছিল ঢাবি শিক্ষার্থীরা ◈ যৌথবাহিনীর অভিযান: ফেনীতে অস্ত্রসহ আটক ৪ ◈ আমেরিকায় একান্ত বৈঠক হবে না মোদী-ইউনূসের : আনন্দবাজার পত্রিকা অনলাই

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ০২:০১ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় ঘরের আড়া থেকে নীলা বেগম (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার আজিমনগর গ্রামের গৃহবধূর শ্বশুরবাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। 

সে ওই গ্রামের লালচাঁন মিয়ার মেয়ে এবং দিনমজুর সজীব মিয়ার স্ত্রী। তাদের ঘরে তিনটি কন্যা সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে এনজিও কিস্তির টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। রাত ৯টার দিকে ওই গৃহবধূর স্বামী সজিব বাজার থেকে বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ দেখে স্ত্রীকে ডাকাডাকি করে। কিন্তু স্ত্রী দরজা না খোলায় পরিবারের সন্দেহ হয়। তখন বাড়ির লোকজন ঘরের জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে আড়ার সাথে ওড়না পেঁচানো স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে ভাঙ্গা থানা পুলিশকে খবর দিলে পুলিশ মঙ্গলবার সকালে গিয়ে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন জানান, ভাঙ্গা উপজেলার আজিমনগর গ্রামে এক গৃহবধুর গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করি। এলাকায় গিয়ে জানতে পেরেছি স্বামী স্ত্রীর মধ্যে এনজিও কিস্তির টাকা নিয়ে ঝগড়া হয়। পরে মনের কষ্টে ওই গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারে।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, আজিমনগর থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়