শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪৫ রাত
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নানকের ভারতে পালিয়ে যাওয়ার খবরে সীমান্তে পাহারা-তল্লাশি

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা সীমান্ত দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক পালিয়ে যাচ্ছেন- এমন খবরে অভিযান চালিয়েছে পুলিশ ও বিজিবির যৌথবাহিনী।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে ফুলতলা সীমান্ত এলাকায় অভিযান শুরু হয়। অভিযানে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দিপঙ্কর ঘোষ ও জুড়ী থানার ওসি মেহেদী হাসান।

জানা যায়, সোমবার দুপুরের দিকে জাহাঙ্গীর কবির নানক জুড়ীর ফুলতলা সীমান্ত দিয়ে ভারত পালানোর চেষ্টা করছেন এমন একটি সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ফুলতলা সীমান্তের আশপাশের এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি ওই এলাকায় যৌথ অভিযান চালায়। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা নাজমুল আলম লিজনের বাসায় ও সন্দেহজনক কয়েকটি স্থানে অভিযান চালানো হলেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

 তবে বিজিবির একটি সূত্রে জানা যায়, বাংলাদেশ সীমান্তের চুংগাবাড়ী এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক রোহিঙ্গাকে পুশ ব্যাক করতে চাইলে বিজিবি বাধা দেয়।

এলাকাবাসীর অনেকের ধারণা, এ ঘটনা থেকে জাহাঙ্গীর কবির নানক পালিয়ে যাচ্ছেন- এরকম সংবাদ ছড়িয়ে পড়তে পারে।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ওই এলাকার বিভিন্ন স্থানে তল্লাশী চালানো হয়। তবে এখনো পর্যন্ত তাকে পাওয়া যায়নি। অভিযান অব্যাহত আছে। উৎস: ইত্তেফাক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়