শিরোনাম
◈ কাতারে পৌঁছেছেন ড. ইউনূস, পেলেন লালগালিচা সংবর্ধনা ◈ স্বাস্থ্য উপদেষ্টার এপিএসকেও সরিয়ে দেওয়া হলো ◈ নকশা না মেনে গড়ে ওঠা রাজধানীর ৩ হাজার ৩৮২ ভবন ভাঙা হবে: রাজউক চেয়ারম্যান ◈ যেসকল সেবা মেলে না এনআইডি লক হলে ◈ মেজর সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত ◈ সাংবাদিকের করা এক প্রশ্নে বাংলাদেশি নই বলা টিউলিপ বাংলাদেশের এনআইডি-পাসপোর্টধারী ◈ আর্থিক প্রতিষ্ঠানে এসি চালানো নিয়ে নতুন নির্দেশনা ◈ গাজী সালাউদ্দিন তানভীরকে দুই অভিযোগ ওঠার পর সাময়িক অব্যাহতি দিল এনসিপি ◈ আবারও স্বর্ণের দামে নতুন ইতিহাস, দেশে ভরিতে কত বাড়লো? ◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:০১ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ গ্রেফতার

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম মাসুদকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব।
 
রবিবার রাতে রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। 
 
র‌্যাব সূত্র জানায়, মামলার এজাহারে বর্ণিত ১৫ নম্বর আসামি মাজহারুল ইসলাম মাসুদসহ অন্যান্য আসামিরা গত ৪ আগস্ট বেলা ২টা থেকে ৪টায় কিশোরগঞ্জ শহরে রামদা, কিরিচ, বল্লম, রড, হকিস্টিক, পেট্রোল বোমা, ককটেল, পাইপগান, পিস্তলসহ মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ছাত্র-জনতার মিছিলে হামলা করে।
 
 
মিছিলকারীরা জীবন রক্ষার্থে পার্শ্ববর্তী সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর বাসায় গিয়ে আশ্রয় নেয়। আসামিরা পিছু ধাওয়া করে পেট্রোল দিয়ে বাসায় আগুন ধরিয়ে দেয়। আগুনের ভয়াবহতা দেখে সবাই সেখান থেকে পালিয়ে যায়। পরে সেখানে জুলফিকার হোসাইন ও অঞ্জনা নামে দু’জন পুড়ে মারা যায়।
 
এ ব্যাপারে মো. মতিউর রহমান বাদী হয়ে গত ৩০ আগস্ট কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।  
 
মামলার পরিপ্রেক্ষিতে আসামিদেরকে গ্রেফতারে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প ও র‌্যাব-৩ যৌথ অভিযান চালিয়ে রাজধানীর ফকিরাপুল থেকে মাজহারুল ইসলাম মাসুদকে গ্রেফতার করে।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির জানিয়েছেন।
 
  • সর্বশেষ
  • জনপ্রিয়