শিরোনাম
◈ কাতারে পৌঁছেছেন ড. ইউনূস, পেলেন লালগালিচা সংবর্ধনা ◈ স্বাস্থ্য উপদেষ্টার এপিএসকেও সরিয়ে দেওয়া হলো ◈ নকশা না মেনে গড়ে ওঠা রাজধানীর ৩ হাজার ৩৮২ ভবন ভাঙা হবে: রাজউক চেয়ারম্যান ◈ যেসকল সেবা মেলে না এনআইডি লক হলে ◈ মেজর সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত ◈ সাংবাদিকের করা এক প্রশ্নে বাংলাদেশি নই বলা টিউলিপ বাংলাদেশের এনআইডি-পাসপোর্টধারী ◈ আর্থিক প্রতিষ্ঠানে এসি চালানো নিয়ে নতুন নির্দেশনা ◈ গাজী সালাউদ্দিন তানভীরকে দুই অভিযোগ ওঠার পর সাময়িক অব্যাহতি দিল এনসিপি ◈ আবারও স্বর্ণের দামে নতুন ইতিহাস, দেশে ভরিতে কত বাড়লো? ◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ০২:২৪ দুপুর
আপডেট : ০২ মার্চ, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে বৃদ্ধা নারীর গলা কাটা লাশ উদ্ধার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি :  রাজশাহী নগরীতে এক বিধবা নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। পাঁচ বছর আগে স্বামীর মৃত্যুর পর থেকে তিনি একাই থাকতেন। মবার নগরের শাহমখদুম থানার রায়পাড়া মহল্লায় তাঁর ঘরের মেঝেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় প্রতিবেশীরা। 

রোববার দিবাগত রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা স্থানীয় বাসিন্দা ও পুলিশের। নিহতের নাম শ্রী রাণী (৫০)। তাঁর স্বামী অজয় পাঁচ বছর আগে মারা গেছেন। 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, শ্রী রাণীর আপন বলতে কেউ নেই। স্বামীর মৃত্যুর পর তিনি বাড়িতে একাই থাকতেন  রোববার দিবাগত রাতের কোনো এক সময় নিজ বাড়িতে তাঁকে গলা কেটে হত্যা করা হয়। সকালে প্রতিবেশীরা তাঁর বাড়ি গিয়ে ঘরের মেঝেতে রাণীর গলাকাটা লাশ দেখে পুলিশে খবর দেন। 

তিনি আরও জানান, মরদেহটি উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়েও ঘটনার তদন্ত করছেন। কে বা কারা, কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে। 

সুরতহাল প্রতিবেদন শেষে লাশটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।  এ নিয়ে থানায় হত্যা মামলা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়