শিরোনাম
◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন ◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন? ◈ প্যাভিলিয়ন থেকে আজহারউদ্দিনের নাম সরানো: 'বিশ্বের কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমন না ঘটে ◈ সাকিব আল হাসা‌নের বিরুদ্ধে দুদকের কমিটি গঠন ◈ বাংলা‌দে‌শের ১৯১ রান শোধ ক‌রে ৮২ রা‌নের লিড নি‌লো জিম্বাবু‌য়ে ◈ আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার ◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী!

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৫৬ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 মৌলভীবাজারে শিশু বানর ও পাহাড়ি ময়না পাখি উদ্ধার করলো বন বিভাগ

মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মোঃ জালাল উদ্দিন। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা থেকে খাঁচাবন্দী একটি শিশু বানর (Rhesus Macaque) ও একটি পাহাড়ি ময়না (Hill Myna) পাখি উদ্ধার করেছে শ্রীমঙ্গলের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

বন বিভাগ সূত্রে জানা যায়, কমলগঞ্জ পৌর এলাকার দুটি বাড়িতে একটি শিশু বানর ও একটি পাহাড়ি ময়না পাখি খাঁচায় বন্দী রেখে লালন-পালন করে আসছিল দুই পরিবার। খবর পেয়ে লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলামের নেতৃত্বে ওই দুই বাড়িতে অভিযান চালিয়ে শিশু বানর ও পাহাড়ি ময়না পাখি উদ্ধার করা হয়। তবে বন বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন পালিয়ে যান।

শিশু বানর ও পাহাড়ি ময়না পাখি উদ্ধার করে শ্রীমঙ্গলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কার্যালয়ে আনা হয়েছে। গত বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ ইং, বিকেল ৫টার সময় কমলগঞ্জ পৌরসভার করিমপুর এলাকার মকছদ মিয়া ও আবু আলীর বাড়ি থেকে এ দুটি বন্যপ্রাণী উদ্ধার করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যমকর্মী সালাহউদ্দিন শুভ, স্ট্যান্ড ফর আওয়ার এনডেনজারড ওয়াইল্ডলাইফের সমন্বয়ক সোহেল শ্যাম, আনসার ও ভিডিপি সদস্য আশরাফুল আলম, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট তাজুল ইসলাম ও সুব্রত সরকার-সহ প্রমুখ।

শুক্রবার সেপ্টেম্বর ২০২৪ ইং, লাউয়াছড়া বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া বানর ও পাখিটিকে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে আনা হয়েছে। লাউয়াছড়া বনে বানর ও পাখিটিকে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়