শিরোনাম
◈ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া সৌদি স্বীকৃতি দেবে নাইসরাইলকে ◈ জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে বাংলাদেশ এবার ১১ ধাপ এগিয়ে ◈ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্ল্যাহ গ্রেপ্তার ◈ নির্বাচন নিয়ে বিএনপির শীর্ষ পর্যায়ে মিশ্র বার্তা কেন ? ◈ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আফগানিস্তানের ইতিহাস ◈ গিটেন্সের জোড়া গোল, শুভ সূচনা বরুসিয়া ডর্টমুন্ডের ◈ নারী বিশ্বকাপে কোনো ম্যাচ না জিতলেও দল পাবে ১ কোটি ৩৪ লাখ টাকা ◈ পিটিয়ে হত্যার আগে তোফাজ্জলকে ভাত খেতে দিয়েছিল ঢাবি শিক্ষার্থীরা ◈ যৌথবাহিনীর অভিযান: ফেনীতে অস্ত্রসহ আটক ৪ ◈ আমেরিকায় একান্ত বৈঠক হবে না মোদী-ইউনূসের : আনন্দবাজার পত্রিকা অনলাই

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১১ রাত
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে মাছের খামার থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

মিজান লিটন : চাঁদপুরের কচুয়ার পালাখাল গ্রামের একটি মাছের খামার থেকে মিরাজ হোসেন সরদার (১৯) নামে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পালাখাল সরদার বাড়ির পশ্চিম পাশের বিলে মাছের খামার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে পুলিশ ময়নাতদন্তের জন্য তার মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত কলেজ ছাত্র মিরাজ ওই গ্রামের ইলেকট্রেশিয়ান কামাল হোসেন সরদারের বড় ছেলে। তিনি স্থানীয় পালাখাল রুস্তম আলী ডিগ্রি কলেজের একাদ্বশ শ্রেনীতে অধ্যয়নরত ছিলেন।

মিরাজের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে মিরাজ হোসেন ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। আজ শুক্রবার ভোর থেকে তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়। বিকেলে বাড়ির পশ্চিম পাশে বিলে একটি মাছের খামারের জলাশয়ে স্থানীয়রা মরদেহ ভেসে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরিবার লোকজন গিয়ে মিরাজের মরদেহ শনাক্ত করেন।

মিরাজের মা বিলকিছ আক্তার জানান, তার ছেলেকে কে বা কারা পরিকল্পিতভাবে হত্যা করে মাছের খামারের জলাশয়ে লাশ ফেলে রেখে যায়। তিনি সন্তান হত্যার বিচার দাবী করেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, নিহত ছাত্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়