কল্যান বড়ুয়া, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি : বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে বাঁশখালীর শেখেরখীল সহ বিভিন্ন এলাকার অনেক ফিশিং বোট, মাঝি-মাল্লা নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে । তবে শুক্রবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত শেখেরখীল এলাকার আবদুল খালেক মেম্বার ১টি ফিশিং বোট ও ৩জন জেলে নিখোঁজ রয়েছে, এছাড়া মোঃ আমির কোম্পানীর ফিশিং বোট,মনজুর কোম্পানীর ফিশিং বোট, ও মোজাম্মেল কোম্পানীর ফিশিং বোট সহ মাঝি মাল্লারা নিখোঁজ রয়েছে বলে স্থানীয় সুত্রে জানা যায় ।
এ ঘটনার ব্যাপারে শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মোরশেদুল আলম ফারুকী জানান, বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে অনেক ফিশিং বোট, মাঝি-মাল্লা (জেলে) নিয়ে এক্সিডেন্ট এর শিকার হয়েছে। অনেক মাঝি-মাল্লা (জেলে) এখনো নিখোঁজ রয়েছে । নিখোঁজদের মধ্যে শেখেখীল টেক পাড়া এলাকার ছৈয়দ নবুর পুত্র নুরুল আমিনের লাশ পাওয়া গেছে কক্সবাজারে বলে তিনি জানান ।
আপনার মতামত লিখুন :