শিরোনাম
◈ যেসকল সেবা মেলে না এনআইডি লক হলে ◈ মেজর সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত ◈ সাংবাদিকের করা এক প্রশ্নে বাংলাদেশি নই বলা টিউলিপ বাংলাদেশের এনআইডি-পাসপোর্টধারী ◈ আর্থিক প্রতিষ্ঠানে এসি চালানো নিয়ে নতুন নির্দেশনা ◈ গাজী সালাউদ্দিন তানভীরকে দুই অভিযোগ ওঠার পর সাময়িক অব্যাহতি দিল এনসিপি ◈ আবারও স্বর্ণের দামে নতুন ইতিহাস, দেশে ভরিতে কত বাড়লো? ◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন ◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন? ◈ প্যাভিলিয়ন থেকে আজহারউদ্দিনের নাম সরানো: 'বিশ্বের কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমন না ঘটে ◈ সাকিব আল হাসা‌নের বিরুদ্ধে দুদকের কমিটি গঠন

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৫৪ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায়  ছেলের পরিবর্তে মেয়ে সন্তান দিল নিউ ভিশন মডেল হাসপাতাল

শাহাজাদা এমরান,কুমিল্লা।। কুমিল্লা নগরীর নিউ ভিশন মডেল হাসপাতালে প্রসূতি বিভাগে এক প্রসূতির নবজাতক পরিবর্তনের অভিযোগ পাওয়া গেছে। গৃহবধূ ও তার শশুরের অভিযোগ, তার ছেলেসন্তান জন্ম হলেও দেওয়া হয়েছে মেয়ে সন্তান।

এ ঘটনায় হসপিটালের দায়িত্বশীলদের সাথে রোগীর পরিবারদের হাতাহাতিরও ঘটনা ঘটে। কুমিল্লা ইপিজেড পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি সমাধান করে বলে জানা যায়।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে এ হসপিটালে কাজল নামের এক প্রসূতির ছেলে সন্তান জন্ম হয়। পরে প্রসূতি ওয়ার্ডের ৪০৫ নাম্বার কেবিনে মেয়ে সন্তান দিয়ে যায় হসপিটালের দায়িত্বশীলরা। অথচ এর আগে আরো দুটি প্রাইভেট ক্লিনিকে কাজলের আল্ট্রাসনোগ্রাম করানো হয় এবং এ হসপিটালের কর্তব্যরত চিকিৎসকরা আল্ট্রাসনোগ্রামে ও অপারেশনের পর কাজলের ছেলে সন্তান হওয়ার বিষয়টি জানান। 

অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের পর কর্তব্যরত নার্স হাসপাতালে অপেক্ষমাণ কাজলের স্বজনদের ছেলেসন্তান হয়েছে বলে দেখান। প্রসূতি
কেবিনে মেয়ে সন্তান দেখতে পেয়ে নার্সদের বলেন আমার ছেলে সন্তান হয়েছে, আমাকে মেয়ে দিলেন কেন? তখন নার্স তাকে জানান, তার মেয়ে সন্তান হয়েছে। 

এ নিয়ে হট্টগোল সৃষ্টি হয়। পরে হাসপাতালের দায়িত্বশীলরা জানান ভুলে এ ঘটনা হয়েছে। ওটিতে কয়েকটি সিজার সন্তান থাকায় ছেলের জায়গায় মেয়ে দেয়া হয়েছে। পরে তাদের ছেলে সন্তানকে তাদের কাছে ফিরিয়ে দেয়া হয়।

কাজলের শশুর আবু তাহের বলেন, হাসপাতালের নার্সরা ছেলে সন্তান ওটির বাইরে এনে আমাদের দেখিয়েছেন। এখন তারা কেবিনে মেয়ে সন্তান রেখে গেছে। আমরা চিল্লাচিল্লি­ করলে পরে তারা ভুলের জন্য ক্ষমা চেয়ে ছেলে সন্তানটি দিয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়