নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী পৌরসভার হরিনারায়ণপুর গ্রামের জহিরুল হক মিয়ার গ্যারেজ এলাকায় মাদক সেবী ও কারবারিদের বাঁধা দেওয়ায় বাড়িঘরে হামলা-ভাঙচুর চালিয়ে নারী-শিশুসহ ৫জনকে আহত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলা শহর মাইজদীর বনফুল এন্ড কোঃ এ এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী পরিবারের প্রধান মো. গোলাম কবির। এসময় তাঁর স্ত্রী নাজমুন নাহার ও শিশু পুত্র সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
মো. গোলাম কবির অভিযোগ করে বলেন, আমার স্ত্রী আমার বিবাহযোগ্য মেয়ে ও শিশু সন্তানকে বসবাস করেন। দীর্ঘদিন থেকে
স্থানীয়ম সন্ত্রাসী হিমেল বাহিনীর প্রধান হিমেলসহ তার বাহিনীর সদস্যরা প্রতিনিয়ত আমার বাড়ির সামনে মাদক সেবন ও বিক্রি করে আসছে। এতে আমি তাদেরকে বাধা দেওয়ায় তারা ২০২৩ সালের ২৪ জুলাই আমার বাড়িঘরে হামলা ও ভাঙচুর করে। এসময় তাদের বাধা দিতে গেলে তারা আমি, আমার স্ত্রী, দুই শিশু সন্তান ও আমার ভাইকে পিটিয়ে- কুপিয়ে আহত করে। ওই ঘটনায় আমি তাদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করলে তারা আরো বেপরোয়া হয়ে ওঠে। সর্বশেষ গত ২৮ আগস্ট হিমেল ও তার বাহিনীর ১৫-২০জন অস্ত্রধারী সন্ত্রাসীরা আমার বাড়িতে পুনরায় হামলা ও ভাঙচুর চালায়। তারা আমি এবং আমার পরিবারের সদস্যদের প্রাণে হত্যাসহ লাম গুমের হুমকি দেয়। বর্তমানে তাদের ভয়ে আমি এবং আমার পরিবারের সদস্যরা বাড়িঘরে থাকতে পারছিনা। আমি হিমেল বাহিনীর প্রধান হিমেল ও তার সহযোগী মাদক সেবক ও কারবারিদের গ্রেফতার ও শাস্তির দাবি করছি।