শিরোনাম
◈ নকশা না মেনে গড়ে ওঠা রাজধানীর ৩ হাজার ৩৮২ ভবন ভাঙা হবে: রাজউক চেয়ারম্যান ◈ যেসকল সেবা মেলে না এনআইডি লক হলে ◈ মেজর সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত ◈ সাংবাদিকের করা এক প্রশ্নে বাংলাদেশি নই বলা টিউলিপ বাংলাদেশের এনআইডি-পাসপোর্টধারী ◈ আর্থিক প্রতিষ্ঠানে এসি চালানো নিয়ে নতুন নির্দেশনা ◈ গাজী সালাউদ্দিন তানভীরকে দুই অভিযোগ ওঠার পর সাময়িক অব্যাহতি দিল এনসিপি ◈ আবারও স্বর্ণের দামে নতুন ইতিহাস, দেশে ভরিতে কত বাড়লো? ◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন ◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন? ◈ প্যাভিলিয়ন থেকে আজহারউদ্দিনের নাম সরানো: 'বিশ্বের কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমন না ঘটে

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ০২:২১ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সান্তাহারে ট্রেনে কাটা পড়ে নারীসহ ৩ জনের মৃত্যু

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানা এলাকায় একই দিনে ট্রেনে কাটা পড়ে এক নারীসহ তিন জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২সেপ্টেম্বর) দিন আন্তঃনগর পঞ্চগড়, আন্তঃনগর বরেন্দ্র এক্সপেস ও আন্তঃনগর একতা এক্সপেস ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। এদের মধ্যে এক যুবকের পরিচয় পাওয়া যায়নি।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানাগেছে, গতকাল বৃহস্পতিবার সকালে নাটোর ষ্টেশনের দক্ষিণ পাশে রেলওয়ে এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর পঞ্চগড় ট্রেনের নিচে কাটা পড়ে নাছির উদ্দীন (৪৫) নামের এক ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়। নাছির উদ্দীন খুলনার চকরুপসা এলাকার আব্দুস সালামের ছেলে। বিকেল ৪ টার দিকে নাটোরের নলডাঙ্গার সোনাপাতিল এলাকায় রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপেস ট্রেনের নিচে কাটা পড়ে এহিয়া খাতুন (৪৫)নামের এক নারীর মৃত্যু হয়। এহিয়া খাতুন নলডাঙ্গার হালতি এলাকার আব্দুর রহিমের স্ত্রী। 

এছাড়া একই দিন বিকেলে নওগাঁর রানীনগর-সাহাগোলা স্টেশনের মাঝামাঝি স্থানে ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আনুমানিক ২৫ বছর বয়সের অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনান্থল থেকে তিন ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্তের জন্য কাজ চলছে। এসব ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় তিনটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়