শিরোনাম
◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত ◈ ম্যাজিস্ট্রেসি পাওয়ার: সেনা কর্মকর্তাদের ডিসির কাছে জবাবদিহি করতে হবে  ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত ◈ জাবিতে সাবেক ছাত্রলীগ নেতা হত্যা: মারধরের ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী 

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৫৯ দুপুর
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল, স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে তালা 

আরিফুজ্জামান চাকলাদার  : ২৪ ঘন্টার মধ্যে স্বেচ্ছায় পদত্যাগের আল্টিমেটাম শেষে আবারো ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করে কার্যালয়ে তালা দিলেন শিক্ষার্থীরা। গত ১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১ টার দিকে পৌর বাজার চৌরাস্তা হতে মিছিল নিয়ে হাসপাতালে উপস্থিত হয়ে উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা নাজমুল হাসানের এক দফা পদত্যাগ দাবি করে শিক্ষার্থীরা। 

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, নাজমুল ডাক্তার ১৩ বছর ধরে ঘুষ, দুর্নীতি, অনিয়ম,লুটপাট, স্বেচ্ছাচারিতা করে আসছে। সদ্য স্বৈরাচারী সরকারের লোকের সাথে আঁতাত করে চাকুরীর নামে টাকা নিয়ে চাকরি দেয় না বলে অভিযোগ করেন। এতো দিন আমাদের বাক স্বাধীনতা ছিল না।আওয়ামি লীগের শাসক গোষ্ঠীর কাছে জিম্মি ছিল, এখন সময় এসেছে প্রতিবাদ করা। তারা আরও বলেন, নাজমুল ডাক্তার অভিযুক্ত বলে আন্দোলনের সংবাদ পেয়ে হাসপাতাল থেকে পালিয়েছে সকাল বেলায়। অফিস সূত্রে জানা যায়,১২ থেকে ১৮ তারিখ পর্যন্ত  অসুস্থতার কারণে সাত দিনের ছুটির আবেদন করেছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা ( আবাসিক মেডিকেল অফিসার) ডা.তানজিন জাহান জিনিয়া বলেন,স্যারের বিরুদ্ধে কিছু দুর্নীতির অভিযোগ করেছে ছাত্রসমাজ।লিখিত আকারে অভিযোগ পেলে সিভিল সার্জন অফিসে পৌছাইতে পারি। এখন কোন সিভিল সার্জন স্যার নেই, স্যার রবিবার জয়েন করবে, মঙ্গলবারে এ ধরনের  কাগজ পাতি রিসিভ করবে বলে অফিস সূত্রে জানান।

সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান মুঠোফোনে বলেন, আমার বদলির  আদেশ হয়েছে। আগামী রবিবারে নতুন সিভিল সার্জন যোগদান করবেন। তিনি পরবর্তী পদক্ষেপ গ্রহন করবে।  

উল্লেখ্য গত ১০ সেপ্টেম্বর ২৪ ঘন্টার মধ্যে ডাক্তার নাজমুল হাসানের পদত্যাগের আল্টিমেটাম দিয়ে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।ঐদিন উপজেলা নির্বাহী অফিসারের বরাবর স্মারকলিপি পেশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়